১) হুজুর আমি কিছুখন আগে আমার বন্দুদের সাথে দাড়াইয়া কথা বলতাসিলাম তো আমার পিচে পেন্ট এর মধ্যে কিছু একটা স্পর্শ হয় তো যখন আমি পিচে ফিরে দেখি যে একটা কুকুর আছে তো হয়ত ওই কুকুর এর মুখ বা মুখ এর কোন অংশ বা শরীরের কোন অংশ হয়ত আমার পেন্ট এ স্পর্শ হয়েছে এখন আমি তো জানিনা ওর মুখ বা শরীরের কোথায় কি কোন নাপাকি কিছু লাগা আছে কিনা এমতাবস্থায় আমি কি আমার পেন্ট পরিবর্তন করে নিবো নাকি আমি গোসল করে নিবো এবং আমার শরীরের সব জামা কাপড় ধুয়ে নিবো আমি বুজতাসিনা এখন কি করলে বেশি ভালো হবে।
২) // এবং হুজর নামাজ ফাসিদ সম্পর্কে যদি বলতেন সাইট এ মাএ কিছুটা দেখেছি search করে তাও যদি আপনি বলতেন বুজতাম নামাজ ফাসিদ কি এবং কিভাবে হয় তা?
৩) //আরেকটা প্রশ্ন তা হল হুজর মাসাল্লাহ, মাসাআল্লাহ,মাসআল্লাহ কোনটা হবে সঠিক আমি এই মাএ আমার বউ এর কিছু পিক মেসেঞ্জার এ মেসেজ এ বলি মাসাআল্লাহ আরো কথা ও ছিলো সাথে যা বলি আমি তো যাই হোক আমি শুধু জানতে চাচ্ছি সঠিক বানান কোন টা?