আসসালামুআলাইকুম।
1.আমি ইংরেজিতে অনার্স করছি একটা সরকারি মহিলা কলেজ থেকে।এখন এখানে এমন কিছু বিষয় আছে যেগুলো সম্পূর্ণ ইসলামের বিপরীত।আমি কি শুধু মাত্র যতটুকু পরীক্ষায় লিখতে হবে জাস্ট ওইটুকু মুখস্ত করতে পারব?
2.এখানে প্রতিটা ক্ষেত্রে God শব্দ টা তারা ব্যবহার করে।আমি ভেবেছি সুযোগ পেলে এই শব্দ টা ব্যবহার না করার।কিন্তু যেখানে এই শব্দ টা অবশ্যই লিখতেই হবে সেখানে কি আমি বাধ্য হয়ে শুধু আল্লাহ কে স্মরণ করে God শব্দটা পরীক্ষার খাতায় লিখতে পারবো?