আসসালামু আলাইকুম।
আমি স্বপ্নে দেখেছি একটা বড় নদী,মেঘনা নদী এরকম শুনেছি নাম।নদীর মাঝখানে একটা সুন্দর প্রাসাদ, আমি নদীর মাঝে হেটেই সেই প্রাসাদের সামনে গিয়েছি,সেখানে একজন পুরুষ আমার দিকে হেঁটে আসছিলো, পানির মধ্যে যেভাবে কেউ হাঁটে।আগ্রহ নিয়েই আমার দিকে আসছিলো, সেখানে অন্য মানুষ থাকলেও কেউ আসেনি,শুধু ওই লোকটা এসেছে।আমি প্রাসাদের ভেতরে যাইনি,শুধু সামনে গিয়েছি।এ স্বপ্নের ব্যাখা কী?
আমি অবিবাহিত। আলহামদুলিল্লাহ আমি তাহাজ্জুদ,হাজতের নামায রেগুলার পড়ার চেষ্টা করি।নিয়মিত ইস্তেগফার, দুরুদ,দুয়া করে যাচ্ছি বিয়ের জন্য।অনেকটাই মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি বিয়ের চিন্তায়।