বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অমুসলিম দেশে বসবাস, স্থায়ী হোক বা অস্থায়ী হোক, যখন এ এমন আলোচনা আসে, তখন তাদের ধর্মীয় নিয়ম নীতি বা তাদের সংস্কৃতি নিয়ে প্রশ্ন আসে?
তাছাড়া হাদীসে এসেছে,
আবু দাঊদ শরীফে হযরত সামুরা ইব্ন জুনদুব (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ স. ইরশাদ করেন :
ﻣﻦ ﺟﺎﻣﻊ ﺍﻟﻤﺸﺮﻛﻴﻦ ﻭﺳﻜﻦ ﻣﻌﻪ، ﻓﺎﻧﻪ ﻣﺜﻠﻪ –
“যে ব্যক্তি অমুলিমদের সাথে চলাফেরা করবে এবং তাদের সাথে বসবাস করবে, সেও তাদের অনুরূপ হবে”। (আবু দাঊদ, কিতাবুদ্দাহায়া) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/3447
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
অমুসলিম দেশে পড়াশোনা করতে বা বসবাসের জন্য যেতে হলে বিভিন্ন শর্তাবলি রয়েছে। শর্তের সাথে ফুকাহায়ে কেরামগণ অমুসলিম দেশে বসবাসের সুযোগ দিয়ে থাকেন। তবে অমুসলবস দেশে মৃত্যুবরণ করলে যে সরাসরি জাহান্নামে যেতে হবে, এমন কথার কোনো বিত্তি নাই।