আসসালামু আলাইকুম।
আমার সামনে ssc পরীক্ষা।তাই exam এ ভালো করার জন্য আমি একটি কোচিংয়ে ৭০০০ টাকায় ভর্তি হয়।কোচিং য়ে প্রতি মাস পর যে সর্বোচ্চ নাম্বার পায় সে ল্যাপটপ পায়। এছাড়া যারা ভালো করে, তারা পুরস্কার পায়।teacher class করায়।exam ও নেওয়া হয় প্রায় সময়।আচ্ছা,কোচিং য়ে পড়াটা কি জায়েজ আছে কারণ এটা তো জুয়া খেলার মতো না? টাকা সবাই দেয় পুরস্কার পায় একজন।যতটুকু জানি,যে competition এ টাকা নেওয়া হয়,সেখানে অংশগ্রহণ করা যায় না।দয়া করে জানাবেন।আমি ssc ভালো করে দেওয়ার জন্যই কোচিং এ ভর্তি হয়েছি।