আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
১/ স্বপ্নে দেখি,,অনেকগুলো বাস আমাদের গ্রামেরদিকে যাচ্ছে বাসে অনেক স্টুডেন্ট আর যাত্রী ছিল। সবগুলো বাসেই যাত্রী ছিল। একটার পর একটা বাস যাচ্ছে আমি মনে মনে বলতেছি,,আমাদের গ্রামের রাস্তাতেও বাস চলছে। সবগুলো বাসের রং হলুদ। আমি কালো বোরকা পরহিতা ছিলাম। তারপর একটা অটোতে উঠি মনে হচ্ছিল আমি কিছুটা অসুস্থ। এ স্বপ্নের ব্যাখ্যা কি?
২/ স্বপ্নে আমি প্রায়ই দেখি খাচ্ছি,,কখনো আম খাচ্ছি কখনো লাড্ডু খাচ্ছি আরো অনেক কিছুই খেয়েছি। ভালো ভালো খাবারই খেয়েছি এ স্বপ্নের ব্যাখ্যা কি?
৩/ স্বপ্নে দেখি,,আমি নুডলস বমি করে বের করে দিছি। মাদ্রাসার একটা ছোট বাচ্চা ছেলে আমাকে একটা রাস্তার পাশে নিয়ে যায় যেখানে আমি বমি করি। তখন জায়গাটা হালকা অন্ধকার ছিল সন্ধ্যা হলে যেইরকম অন্ধকার ওইরকম। এ সপ্নের ব্যাখ্যা কি??
৪/ বান্ধবীর মা ফোন করে অনেক রিকুয়েষ্ট করছে, উনার বান্ধবী নাকি নতুন পর্দা শুরু করছে। ত উনি কিছু বই গিফট করতে চান। উনি বলতেছে উনার কাছে টাকা নাই এখন। আমি কিছু বই যেন পাঠাই । কিছু ইসলামিক বইয়ের পিক দিছিল ওইগুলো থেকে থাকলে যেভাবে হোক যেন পাঠাই উনাকে । আমার কাছেও এখন টাকা নাই। থাকলে আমি অনলাইনে অর্ডার করে উনাদের বাসায় পাঠাই দিতাম। ত পিকে দেখলাম একটা বই আমার কাছে আছে। যেই বইটা আমার কাছে আছে ওইটা আমি একবার পড়ছি তারপরও ভালো করে পড়িনি। আমি ফ্যামিলি নিয়ে দূরে থাকি বই পাঠানোও সম্ভব না। আমি উনাকে ফোন দিয়ে বলি,আন্টি বই নাই । ফোনে কথা বলা শেষ করার পর মনে মনে,বলতেছি এটা কি ঠিক হলো!
আমার সাথে ত বইটা নাই ব্যাগের ভিতর আছে এভাবে তাওরিয়াহ করছি যাতে মিথ্যা বলা না লাগে। যখন বলছি,বই নাই। তখন আমি তাওরিয়াহ করিনি ফোন শেষে, মনে মনে বল্লাম আমার সাথে ত এখন বইটা নাই।
এখন আমার কি মিথ্যা বলা হইছে?