আসসালামু আলাইকুম,, আমার বাবা একজন প্রাইমারী স্কুলের হেড টিচার ছিলেন।উনি স্ট্রোকের রুগি,,,এজন্য রিটায়ার্ড নিছেন।।পেনশনও পাইছেন যে এক বছর হলো,আমার প্রশ্ন হলো,,
১.উনার পেনশনের টাকার কি যাকাত দিতে হবে?যেহেতু একবছর হয়ে গেছে।
২.উনার টাকা সোনালী ব্যাংক এ রাখা,,, ওখান থেকে কিছু ইন্টারেস্ট দেওয়া হয়,,এটা কি হারাম??হারাম হলে এ টাকা কি করবে বা কি করনীয়? যেহেতু ব্যাংকে রাখায় লাগছে এ জন্য কি গুনাহগার হবে?ব্যাংকিং সিস্টেম টাই তো হালাল না।।যদিও এ টাকা এসেট /জমি কিনার চেস্টায় আছে।এখন ব্যাংক এ টাকা রাখার জন্য কি গুনাহগার হবে?আর ব্যাংক থেকে পাওয়া এ অতিরিক্ত লাভ্যাংশ কি করবে??
৩.আমার বাবার এ টাকার উপর ছেলেমেয়ের হক আছে??মানে এ টাকা কি ছেলে মেয়েদের কেও ইসলামে যেভাবে বলা আছে ওইভাবে ভাগ করে দিতে হবে?আমার বাবা যদি তার ছোট ছেলের জন্য আলাদা করে কিছু টাকা ডিপোজিট করেন এটা কি উচিত,,ওনাদের মতে ও ছোট ওর ভবিষ্যত আছে,,অন্য ভাইবোন রা বিয়েসাধী হয়ে গেছে,,ভালো অবস্থান এ আছে।আর ছোট ভাই কেবল মাদরাসা থেকে এসএসসি দিবে।আর *ডিপোজিট করা কি জায়েজ?
*ছোটভাইকে আলাদা করে বেশি টাকা দিলে কি এর জন্যে গুনাহ হবে?
৪.আমার ফুফুদের তাদের বাবার বাড়ির সম্পওি ইসলামিক ভাবে ভাগ করে দেওয়া হয়নি,,আমার বাবা তার বাকি দুই ভাইকে এ বিষয়ে বললেও তারা এ বিষয়ে পাত্তা দিচ্ছে না,(উল্লেখ্য এখনো ভাইদের মধ্যে সম্পওি সুষ্টভাবে বন্টন হয়নি)।এখন আমার বাবা তো অসুস্থ কখন কি হয়,,উনার যদি এ অবস্থায় কিছু হয়,,উনি কি এর জন্যে পাপী হবেন?