আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১। আমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে ছেলে ওকালতি করে কিন্তু জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়ি আছে, সময় পেলে দ্বীনের কাজও করে। ছেলের পরিবারও অনেক ভালো সবাই পর্দার বিষয়ে অনেক কঠোর। আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো।
এখন ছেলে যদি তার সর্বোচ্চ চেষ্টা করে হকের উপর চলতে তবে কি বিয়েতে আগানো ঠিক হবে?
২।আমি পরিবারের বাধ্য হয়ে সহশিক্ষা কন্টিনিউ করছি। পরীক্ষা হলে আমার সামনে ও পিছনে সব ছেলে। পরীক্ষায় কিছু না পারলে একজন ছেলের কাছে কি উত্তর জিজ্ঞেস করা জায়েজ হবে?