আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
39 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
উস্তায, আমার ছোট বেলা থেকেই আমার আব্বু  আম্মুর মাঝে প্রচুর ঝগড়া আর ঝামেলা দেখে আসতেছি। সবসময় তাদেরকে নিয়ে আমার মনে একটা আতঙ্ক কাজ করতো কখন কি হয়ে যায়। আজ আমার বয়স 23+ বয়স, আমার ছোট আর দুই বোন আছে। কিন্তু আজ পর্যন্ত এই ঝগড়ার কোনো সমাধান হয়নি। রমাদান মাসে পর্যন্ত আমার বাবা মা ইবাদত বন্দেগী ফেলে রেখে ঝগড়া করে, মারামারি করে। আমি তাদের কিছুই বুঝাতে পারি না। গ্রামের লোকজন নিয়ে অনেকবার মিটিং করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি উস্তায।আমার আব্বু আম্মু দ্বীনের পথে নেই। গ্রামের লোকেরাও নেই দ্বীনের পথে যারা আমার আব্বু আম্মুকে নিয়ে শালিষে বসেন তারা। আমার বাড়ির বিষয় গুলো খুবই ভয়ঙ্কর পর্যায়ে চলে যাচ্ছে। আমার ফ্যামিলি কোনো আলেম বা হুজুরের সাথে বসতে চান না এই বিষয় গুলো নিয়ে। অনলাইনেও কোনো সেশন করবেন না তারা,কোনো উস্তাযের সাথে দেখা করতেও যাবেন না। করতে রাজিনা। খুবই উগ্র স্বভাব। আমার পরিচিত  সত্যিকারের তাওহীদপন্থী আলেম বা মুফতি নেই যাকে আমি আমার বাড়িতে একটু ইনভাইট করবো। এই অবস্থায় আমি কি পদক্ষেপ নিতে পারি বাড়ির এই সকল সমস্যা সমাধানে? এখন আমার করনীয় কি? বিষয়গুলো খুবই সিরিয়াস পর্যায়ে চলে গেছে।

তাদের ঝগড়ার টপিক : আব্বুর বিবাহবহির্ভূত সম্পর্ক, দাদার বাড়ির সাথে প্রথম থেকেই সম্পর্ক ভালো ছিলোনা,তারা আমার আম্মুকে অত্যাচার করতো, তো আব্বুর তাদের প্রতি অত্যাধিক সফট কর্নার দেখানো এবং পরে বিপদে পরেন দাদা দাদীর কারণেই। তাই তাদের সাথে সম্পর্ক রাখাটা আম্মু পছন্দ করেন না, etc বিভিন্ন টপিক নিয়ে দুইদিন পর পর।

1 Answer

0 votes
by (608,280 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি আপনার পরিবারের হেদায়তের জন্য রোযা রাখবেন ও তাহাজ্জুদের নামায পড়বেন।
আল্লাহ তা'আলা বলেন,
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﺍﺻْﺒِﺮُﻭﺍْ ﻭَﺻَﺎﺑِﺮُﻭﺍْ ﻭَﺭَﺍﺑِﻄُﻮﺍْ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗُﻔْﻠِﺤُﻮﻥَ
হে ঈমানদানগণ! ধৈর্য্য ধারণ কর এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন কর। আর আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পার।
(সূরা আলে-ইমরান-২০০)

হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
وعنه، قال: قال رسول الله - صلى الله عليه وسلم - " «ادعوا الله وأنتم موقنون بالإجابة واعلموا أن الله لا يستجيب دعاء من قلب غافل لاه» " (رواه الترمذي، وقال: هذا حديث غريب) .
রাসূলুল্লাহ সাঃ বলেন, তোমরা আল্লাহকে এমন অবস্থায় ডাকো যে,দু'আ কবুলের সম্পর্কে তোমাদের অন্তরে পূর্ণ ইয়াকিন-বিশ্বাস রয়েছে। জেনে রাখো,আল্লাহ তা'আলা গাফিল এবং খেল-তামাশকারী বান্দার পক্ষ্য থেকে কখনো দু'আ কবুল করেন না।(মিশকাতুল মাসাবিহ-২২৪১) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/987


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মাতাপিতাকে সামর্থ্যোনুযায়ী বুঝানোর চেষ্টা করবেন। আল্লাহর কাছে সাহায্য চাইবেন।  আপনার আম্মুকে বিশেষ ভাবে বলবেন, তিনি যেন আপনার আব্বু ও আপনার দাদা দাদীর সাথে হাসিখুশি মুখে কথা বলেন।সকল প্রকার বেদনাকে মন থেকে পরিহার করেন।আল্লাহ আপনার পরিবারকে জান্নাতময় বানিয়ে দেউক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...