আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
39 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)

Assalamualaikum,

Amar biyer boyosh 4 bochor. Amar shami dinero bujh rakhe, se Quran Hadith shomporke beshi valoi dharona rakhe tobe se namaz pore na. Majhemoddhe 1-2 wakto pore. Tar ei namaz na pora amake khub kosto dey. Echarao se bodmejaji ebong sob bishoye ekai shiddhanto ney, amar moter kono gurutto Tar kache nei. Se kono kichui korte bolle setate kokhono na bolse adhikar amar nei. Se ekhon shontan note cay na. Bolechilo 5 bochor por shontan nibe tobe ami sobor hariye felchi. Amar cinta hoy j tar ourosher shontan kotota dindar hobe r etao cinta hoy j tar shontano ki amake Tar moto abohela korbe kina. Se amake choto kore kothay bolte pochondo kore tobe ami kosto pai. Amar moner kothay kauke khule bolte pari na. Ekhon ami ki korbo bujhtesi na. Majhemoddhe se amar sathe khub valo acoron kore r bahire sobar satheo se khubi valo acoron kore tobe majhemoddhe Tar acoron khub beshi kosto pai. Procondo rege gele cor- thappor dey. Rager somoy Tar mathe kaj kore na.

Ami jante cai j tar sathe shongshar korata amar jonno kotota thik hobe r jodi shongsar korte hoy tahole kichu upodesh jante cai.

1 Answer

0 votes
ago by (64,140 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

বিসমিল্লাহির রহমানির রহীম

জবাব,

https://ifatwa.info/55713/  নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে, পরকালে আমাদের সবাইকে নিজ নিজ আ'মলের হিসাব নিকাশ দিতে হবে। কারো পাপের বোঝাকে অন্য কেহ বহন করবে না।

আল্লাহ তা'আলা বলেনঃ

ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ

কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়। সূরা ফাতির-১৮

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!

ইসলামের মূল থিউরী হল স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ না হোক। তারা মিলেমিশে থাকুক। সমস্যা হলে উভয়ে বসে তা সমাধানের চেষ্টা করা উচিত। তাতে সমস্যার সমাধান না হলে পারিবারিক মুরুব্বীদের পরামর্শের আলোকে সমাধান করা উচিত। তারপরও যদি সমাধান না আসে। তাহলে নিরূপায় অবস্থায় ইসলাম তালাক দেবার অধিকার দিয়েছে স্বামীকে।

আপনার এবং আপনার অভিভাবকদের উচিৎ ছিল যে, প্রথম থেকে দ্বীনদার একজন পাত্রর সাথে ঘর বাঁধা বা বাঁধানো। যাইহোক, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন বর্তমান পরিস্থিতে স্বামীকে বুঝিয়ে গোনাহের কাজ থেকে বিরত রাখার চেষ্টা করুন। তাকে আলতো করে আদর করে নামাযের কথা বলুন। ধৈর্য সহকারে পরিস্থিতির মোকাবেলা করার চেষ্টা করুন। নিয়মিত তাহাজ্জুদের নামায পড়ে আল্লাহর কাছে দু'আ করুন। আল্লাহ অবশ্যই এর জন্য আপনাকে উত্তম বিনিময় দান করবেন। তাকে বুঝিয়ে তাবলীগ জামাতে পাঠানোর চেষ্টা করতে পারেন। স্থানীয় কোন ভালো আলেমের সোহবতে তাকে রাখতে পারেন। বারবার তাকে আদব ও মুহাব্বতের সাথে বুঝাতে থাকবেন। আবার IOM -এ ভর্তি করাতেও পারেন।

আপনার কথা অনুযায়ী যেহেতু সে মাঝে মাঝে আপনার সাথে অনেক ভালো ব্যবহার করে, এর অর্থ হলো, সে একবারেই খারাপ না। বরং তার পিছনে ঠিকমত মুহাব্বতের সাথে মেহনত করলে আল্লাত চাহে তো সে পূর্ণ দ্বীনদার হয়ে যাবে।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/295  


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...