আসসালামু-আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
বিবিধ বিষয়ে কিছু প্রশ্ন ছিল, আশা করি সুন্দর করে ব্যাখ্যামূলক উত্তর দিবেন:
১) ফরজ, নফল ইত্যাদি নামাজের রুকু ও সিজদার তাসবীহ এর পর এবং দুয়া মাসুরার জায়গায় নিম্নোক্ত দোয়াগুলো কি করা যাবে? একসাথেই একাধিক ?
রাব্বির হামহুমা .....
রাব্বানা আতীনা ফিদ্দুনিয়া
আল্লাহুম্মাকফিনী বি হালালীকা ….
রাব্বি ইন্নি লিমা আনঝালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকির
ইত্যাদি, মোটকথা কুরআন ও হাদিসের যেই কোনো দোয়া কি করা যাবে ?
২) নামাজের বাহিরে দুনিয়াবি দুয়ার ক্ষেত্রে কি এমন দুয়া করা যাবে -
হে আল্লাহ, আমাকে বরকতময় হাজার কোটি টাকা দিন
হে আল্লাহ, আমাকে বরকতময় একটি টয়োটা হেরিয়ার মডেল এর গাড়ি দিন
হে আল্লাহ, আমার ছেলেকে দ্বিতীয় ইলিয়াসজী (তাবলীগের বাণী) বানিয়ে দিন।
৩) আমি শুনেছিলাম, গোসল এর ফরজ আদায় করে গোসল করলে শরীর পাক হয়ে যায়, ওযু করার দরকার নেই। তারপরও যদি কেউ ওযু করে নেয় আলাদাভাবে, তাহলে নাকি পানি অপচয় এর গুনাহ হবে। তাহলে কি আমার শোনা কথাটি ঠিক নয় ?
ওযু থাকার পরও ওযু প্রয়োজন এমন ইবাদত না করে পুনরায় ওযু করলে কি গুনাহ হবে না ? অপচয় এর ?
৪) এই বইটির ব্যাপারে একটু বলুন। দাম্পত্য জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এই বইটি লিখেছেন মুফতি ইবনে আদাম কাউসারী। উনি মুফতী তাকী উসমানী দা:বা: এর খাস শাগরেদ, ইংল্যান্ড-এ থাকেন।
দাম্পত্য রসায়ন
লেখক : মুহাম্মাদ বিন আদাম কাউসারি, প্রকাশনী : কালান্তর প্রকাশনী
Short intro about the book:
https://tinyurl.com/book-fam
বিষয়বস্তু খুবই সেনসিটিভ কিন্তু অবশ্যই উপকারী, স্বামী-স্ত্রী উভয়ের জন্যই। এই বিষয়ে বাংলা ভাষায় উল্লেখযোগ্য আর কোনো কিতাব আছে কি না, আমার জানা নেই।
৫) যারা বিভিন্ন ধরণের খেলা খেলে, প্রতিযোগিতামূলক - ফুটবল, ক্রিকেট, টেনিস ইত্যাদি। যদি সতর ঢেকেও খেলে, নামাজের সময় নামাজও পড়ে ওয়াক্তের মধ্যে - তবে কি এইসব খেলা থেকে যেই উপার্জন হয়, যেমন ম্যাচ-মানি, স্পনসরশিপ মানি, প্রতিষ্ঠান, ক্লাব, সরকার এর পক্ষ থেকে অর্থ, বিজ্ঞাপন এর মাধ্যমে অর্জিত অর্থ ইত্যাদি কি জায়েজ হবে ? এই টাকা দিয়ে অনেকে আবার বিভিন্ন সেবামূলক কাজও করে যেমন গরিবদের দান করে, মসজিদ, মাদ্রাসায় দান করে ইত্যাদি। এইসব দানও কি কবুল হবে ? এইসব অর্থ জেনেবুঝে মসজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ কি নেওয়া জায়েজ হবে ?