বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিটকয়েন জাতীয় সকল প্রকার ভার্চুয়াল কারেন্সি সম্পর্কে উলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হল,এ জতীয় কারেন্সিরর ক্রয়-বিক্রয় লেনদেন সম্পূর্ণ নাজায়েয ও হারাম। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1710
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কিপ্টোকারেন্সিকে মুদ্রা হিসেবে প্রচলন করা এবং এর প্রসার প্রচার করা কখনো বৈধ হবে না। তবে যদি এটাকে পণ্য হিসেবে বিবেচনা করা হয়, এবং কেউ টাকা দিয়ে এটাকে কিনে নেয়, অথবা কেউ কোনো কাজের বিনিময় কিপ্টোকারেন্সি দ্বারা গ্রহণ করে তারপর সেটাকে মুদ্রায় পরিবর্তন করে নেয়, তাহলে তখন সেটা নাজায়েয হচ্ছে না। তাই প্রশ্নে বর্ণিত কাজকে যদিও হারাম বলা যাচ্ছে না, তথাপি সেটাকে উত্তমও বলা যাবে না। বরং বলা যায় মাকরুহে তাসযিহি হিসেবেই বিবেচিত হবে। হ্যা, সুদি কাজে সহযোগিতা করার দিকে লক্ষ্য কররে নাজায়েজ ও হারাম হওয়ার দিকটিই অগ্রাধিকার যোগ্য। সুতরাং এমন কাজ ও পেশাকে পরিত্যাগ করাই শ্রেয়।