আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ,
আশা করি আল্লাহর মেহেরবানীতে আপনারা ভালো আছেন আপনাদের দ্বারা আলহামদুলিল্লাহ আমার অনেক উপকার হয়েছে,
আমার প্রশ্ন হচ্ছে আমরা এক ভাই, তিন বোন, মা জীবিত আছেন, দাদিও জীবিত আছে, আমার বাবা মারা গেছে চার বছর।
মারা যাওয়ার সময় তার কিছু ব্যবসায়ী ঋণ ছিল,
তার ভিতরে কেউ মাফ করে দিয়েছে আবার কাউকে আমি/ আমরা পরিশোধ করেছি,
তো আপনাদের আগেও প্রশ্ন করেছিলাম সেইটা হচ্ছে আমার বাবার কাকড়ার একটা বিজনেস যেটা সে ২৫ বছর করেছে,
তার মারা যাওয়ার পরে আমি তার একমাত্র ছেলে আমি করি,
এইখানে আমার বাবা কোন পুঁজি রেখে যায় নাই, কিছু ঋণ ছিল যেগুলো আমি পরবর্তীতে পরিশোধ করি,
এখন যেহেতু আমার বাবার ব্যবসা ছিল তার কোন পুঁজি ছিল না তার মারা যাওয়ার পরে আমি হাল ধরি,
তোমার একটা ছোট বোন আছে আর আম্মা আছে তো এটার ইনকাম দিয়ে তাদের নিয়ে আমি ঢাকায় থাকি, এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে বন্টন হবে।
আরেকটা প্রশ্ন দুই নাম্বার : আপনাদের এখান থেকেই আমি মাসালা নিয়েছিলাম যে কাকড়া বিজনেসের ইনকাম হালাল হবে। সেই অনুপাতে আমি চলতে ছিলাম। এখন আমাকে আমাদের এলাকার এক মুফতি সাহেব বলছে ব্যবসা জায়েজ নাই এখন আমি কি করবো বুঝতেছি না।
উত্তর দিয়ে দুনিয়া ও আখেরাতের উপকার করলে ভালো হয় আল্লাহ আপনাদের কল্যাণ দান করুক। জাজাকাল্লাহ
নোট : আমি বলেছি যে আপনাদের থেকে আমি মাসালা নিয়েছি।
তবুও উনি বলেছে নাজায়েজ