আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
আমার আত্মীয় স্বজনদের সাথে ঠিক মতো যোগাযোগ নেই প্রায় ৪/৫ বছর ধরে। তো এখন আমার চাচাতো বোন জানতে পেরেছে যে আমি আইওএম এ পড়ছি। তো উনি এই বিষয়ে কথা বলার জন্য আমাকে কল করেছিলেন। তো একপর্যায়ে আমি বলি আমার ফুপু, চাচি, বোনদের দাওয়াত দিতে যেনো তারা ফরজে আইন জ্ঞান অর্জন করে। কিন্তু আপু বলেন আমাকে আসতে। আমি যেয়ে যেন তাদের বুঝাই। একদিন সবাই কে ডাকবে আর আমিও যাব।
আর আমার মনেও একটা কষ্ট ছিল যে আমি যা জানতেছি তাদেরও তা জানাই বুঝাই। দ্বীনের পথে তাদেরকেও আনি। কারন তারা যে ভুলের উপর আছে তাদের কে বোঝাবে।
তো এখন আমার সেই সুযোগ টা আছে তাদেরকে দাওয়াত দেওয়ার কিন্তু আমার স্বামী আমাকে অনুমতি দিচ্ছে না। যে আমি যেয়ে ১/২ দিন থাকব। আমি আমার চাচার বাসায় থাকব। ঐ খানে কোন নন মাহরাম নাই পর্দার পরিপূর্ণ ব্যবস্থা আছে। আমার স্বামী বলেন তুমি গিয়ে চলে আসবা থাকতে পারবা না। আর সাভার থেকে আমাকে যেতে হবে পুরান ঢাকায় একদিনে আসলে তাদের কতটুকুই বা বুঝাতে পারব ১/২ ঘন্টায়। তাই চেয়েছিলাম যে ২ দিন থাকব। তিনি কোনো মতেই অনুমতি দিচ্ছেন না। আর আরেকটা বিষয় আমার যে বিয়ে হয়েছে আমার স্বজনরা তা জানেন না। আমার পরিবারই কেবল জানেন এবং আমি মায়ের বাসায় থাকি। এখনো তুলে নিয়ে যায়নি।
তো এখন আমি তো ভালো নিয়তেই যেতে চাচ্ছি যে তারা দ্বীনের পথে আসুক ফরজে আইন পরিমান জ্ঞান অর্জন করুক যাতে কাল কিয়ামতের মাঠে এর জন্য জবাবদিহি না করতে হয়।
১.আমার স্বামী যে নিষেধ করছেম এটা কি ঠিক করতেছেন?
২. আমার কি তার কথার মধ্যেই থাকতে হবে?
৩. আমার স্বামী কে এই বিষয়ে যদি মানানো যায় যদি কিছু বলতেন।
আর আরেকটা কথা বলে রাখি আমার স্বামী খুবই গায়রত বান একজন মানুষ তিনি আমাকে গোপনে রাখতে ভালোবাসেন।
কিন্তু স্বজনদের নিয়ে অনেক ফিকির করি দ্বীনের পথে আনার জন্য।