আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ৷
আমাকে বিয়ে নিয়ে কয়েকজন কিছু প্রশ্ন করেছে, আমারো কিছু প্রশ্ন আছে৷
১) রসূল ( ﷺ) বলেছেন, বদনজর ভাগ্য পরিবর্তন করে দিতে পারে৷ জন্ম,মৃত্যু,বিয়ে এগুলোও ভাগ্যে লিখা থাকে তাহলে কি বদনজর এর কারণে যার সাথে বিয়ে লিখা ছিল তার সাথে না হয়ে অন্য কারো সাথে হতে পারে?
২) বদনজর কিংবা কেও জাদু করলে কি যার সাথে লভাগ্যে লিখা আছে বিয়ে তার সাথে বিয়ে ভেঙে গেলে আর কি বিয়ে হবে না?
৩) অনেকে হারাম রিলেশন করে বিয়ে করে জোর করে কিংবা ফ্যামিলি থেকেই তার সাথে বিয়ে দিয়ে দায়৷ এক্ষেত্রে কি তার সাথেই ভাগ্যে লিখা ছিল বিয়ে বলেই হয়েছে? হারাম রিলেশনে না জড়ালে এই বিয়ে হালাল ভাবেই হতো?
৪) অনেক মুসলিম অমুসলিমদের সাথে বিয়ে করে, সেক্ষেত্রে কি এটাকে বিয়ে বলা যাবে? যদি বিয়ে বলা যায় তাহলে কি এটাও ভাগ্যে লিখা ছিল?
৫) ইস্তিখারা করে যদি কারো সাথে বিয়ে করার মত হ্যাঁ থাকে কিন্তু ফ্যামিলির কেও যদি না করে তাহলে কি সিদ্ধান্ত নেওয়া উচিত? আল্লাহর কাছে কি চাইতে হবে যেন কল্যাণকর হলে বিয়েটা সহজ করে দিন?
৬) যাদের ডিভোর্স হয়ে, ২/৩ বার বিয়ে হয় তাদেরো কি আগে থেকেই লিখা ছিল এত গুলো বিয়ে হবে?