১. একজন অবিবাহিত ব্যক্তি যদি বলে উমুক কাজ করলে তালাকের সর্বোচ্চ শর্ত যুক্ত হবে ( মনে মনে উদ্যেশ্য যদি এমন থাকে যে যাকেই বিয়ে করবে, যতবার করবে ৩ তালাক হবে), তাহলে কি সেই ব্যক্তি কাউকে বিয়ে করলে ৩ তালাক হবে?
২. জানার জন্য প্রশ্নটি করলাম, কেউ যদি মুখে উচ্চারণ করে বলে সে যতবারই বিয়ে করবে ৩ তালাক পতিত হবে। সেক্ষেত্রে কি সে আর কোনদিন বিয়ে করতে পারবে না?