আসসালামু আলাইকুম।
সম্মানিত শায়েখ,
আমার প্রশ্নটি হলো-
ইংল্যান্ডে কয়েকজন মিলে হোটেলের শেয়ার কিনেছে, এক ব্যক্তি সেখানে শেয়ারে টাকা ইনভেস্ট করেছে, যারা নিয়েছে তারা বলেছে প্রথম দুই বছর তারা কোন লাভ দিবেনা, দুই বছর পর লাভ লস যা হয় সে অনুযায়ী টাকা দিবে, লাভ হলে লাভ দিবে ক্ষতি হলে দিবেনা।
এই লাভের টাকা দিয়ে উনি সাদকায়ে জারিয়া করতে চান, এইটা টাকা নেয়া কি জায়েজ হবে? কারন আমরা তো জানি হোটেলে অনেকে অনেক খারাপ কাজ করে, তো জেনে-শুনে এমন একটা জায়গার লাভের টাকা নেয়া কি জায়েজ হবে?
কারন আমি যদি জানি একটা জায়গায় খারাপ কাজ হয় সেখানে টাকা ইনভেস্ট করে সেই টাকায় সাদকায়ে জারিয়া করা কি ঠিক হবে?