১)আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
ঋনদাতাযদি চায় জামানতের স্বর্ণ বিক্রি করে টাকা নিতে পারবে?যদি ঋণগ্রহীতা টাকা দিতে অপারগ হয় তবে? মেয়াদোত্তীর্ন হওয়ার পর বিক্রি করতে পারবে? লিখিত চুক্তিতে কিভাবে লেখা উচিত?
কর্যে হাসানা পরিচালনার জন্য আমরা তৃতীয় পক্ষ ও সাক্ষীগণ আছি।চুক্তিভিত্তিক মেয়াদী ঋণ। জামানত তৃতীয় পক্ষের কাছে থাকবে।
তবে ঋণগ্রহীতা মেয়াদের মধ্যে দিতে অপারগ হলে কি ঋণদাতা কে স্বর্ণ বাজেয়াপ্ত করার সুযোগ দেওয়া হবে এমন লিখিত চুক্তি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে ঋণদাতা কি তা বিক্রি করে টাকা নিতে পারবে কিনা উনার এই এখতিয়ার আছে কি?নাকি শুধু বাজেয়াপ্ত করে রাখা যাবে?
২)জমি-জমা বাড়ির ক্ষেত্রে কি তা বিক্রি করে ঋণদাতা টাকা নিতে পারবে?