আসসালামু আলাইকুম
সম্প্রতি সিলেটের এক রিসোর্টে ১৪ জন কিশোর-কিশোরী অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ধরা পড়ে, তারপর এলাকাবাসীরা তাদের বিয়ে করিয়ে দেয়।
তো ফেসবুকের এক মহা জ্ঞানী লেখেছে যে, গোপনে কেও ব্যভিচার করতে চাইলে তখন তাকে বাধা দিলে নাকি তার হক নষ্ট করা হয়? এই কথা কতোটুকু সত্য? আর তার পোস্টে উমর রাদিয়াল্লাহু আনহু এর একটি ঘটনার কথা উল্লেখ করেছে, যে উমর রাদিয়াল্লাহু আনহু এর সময়ে হলে নাকি উমর রাদিয়াল্লাহু আনহু এলাকাবাসীকেই শাস্তি দিতো? সেই জ্ঞ্যানী মূলত কোন ঘটনার রেফারেন্স টেনেছে সেইটা জানতে চাই, আর সেটার প্রেক্ষাপট জানতে চাই। আর ব্যভিচারে বাধা দিলে কি হক নষ্ট হয় কিনা তাও জানাবেন।