আসসালামু আলাইকুম,
আমার একজন বান্ধবীর পক্ষ থেকে প্রশ্ন করছি,
তাকে প্রত্যেক মাসে শশুড়বাড়ি থেকে বাবারবাড়িতে আসতে হয়। তার বাবারবাড়ি থেকে শশুড়বাড়ির দুরুত্ব মোট প্রাই ৮০ কিলোমিটার। তারমধ্যে ৮ কিলোমিটার তার হাজবেন্ড এসে তাকে গাড়িতে উঠিয়ে দেয়, এবং গাড়ি থেকে নামার পর তার বাবা এসে নিয়ে যায় ১০/১২ কিলোমিটার। গাড়ির দুরুত্ব থাকে ৬৫ কিলোমিটার, যেখানে সে একা থাকে। প্রাই ১ সপ্তাহ থেকে দুই সপ্তাহ অবস্থান করে, ১৫ দিনের বেশি থাকেনা। এখন তার প্রশ্ন হলো-
১। প্রতিমাসে যদি সে এভাবে বাবার বাসায় আসে, তাহলে কি এটা সফর হিসাবে গণ্য হবে?
২। সে কি বাবার বাসায় এসে কসর স্বলাত আদায় করবে?
৩। সে কি নফল স্বলাতাদি বা তাহাজ্জুদ আদায় করতে পারবে?
৪। তার এভাবে যাতায়াত করাটাকি জায়েজ হচ্ছে? যেহেতু তার স্বামী এবং বাবা অনেকটুকু এগিয়ে দিচ্ছে এবং গাড়িতে থাকার স্থানটুকু(৬৫ কিলোমিটার) সে একা থাকছে।