আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকা-তুহ।
উস্তাদজী,
১.আমার দুলাভাই রাজনীতি করে।সেখান থেকে পাওয়া টাকা মাঝে মধ্যে বাসায় নিয়ে আসে বা খাবার কিনে নিয়ে আসে। আমরা একসাথে থাকায় আপু আমরা একসাথে খাই। আপু কোনো খাবার দিলে আমি জিজ্ঞেস করি হালাল না হারাম যদি বলে হালাল (বেতনের টাকায় কিনা) তাহলে খাই নাহলে খাইনা।কিন্তু একদিন উনি রাজনীতি র টাকায় খাবার কিনে এনেছে কিন্তু আপু আমাকে বলেনি(জানতো না নাকি ইচ্ছেকৃত তা জানিনা) বা হালাল বলেছে স্পষ্ট মনে নেই। আপু এমনি আমাকে মিথ্যা বলেনা । যার কারণে ইদানীং আপু হালাল বললেও আমার সন্দেহ হয় হালাল নাকি হারাম।এক্ষেত্রে আমার করনীয় কি, আপু হালাল বললে খাবো নাকি পরিহার করবো? দুলাভাইয়ের হারাম ইনকামের চেয়ে হালালের পরিমাণ বেশি যতটুকু উনি বলেছেন।
২.দুলাভাই কক্সবাজার থেকে শুঁটকি, চকলেট নিয়ে এসেছে, আপু বলছে এটা হালাল, কারণ ভাইয়ার কক্সবাজার থেকে আপুকে বেতনের টাকা পাঠিয়েছে (হালাল) তাই আপু বলছে ভাইয়া পুরো টাকা পাঠায়নি কিছু রেখে দিয়েছে সেটা দিয়ে এসব কিনে এনেছে,রাজনীতির টাকা এখানে নেই। এখন এটা খাওয়া কি জায়েজ হবে?