আসসালামুআলাইকুম!( আমি একজন মেয়ে, বয়স ১৭, অবিবাহিত)
আমি গত একমাস যাবত পেটের সমস্যায় ভুগছি ডাক্তার দেখিয়েছি! সব প্রকার টেস্ট করার পর রিপোর্ট নরমাল আসে! ডাক্তার ঔষধ দিয়েছে কিন্তু খাওয়ার পর কোন উন্নতি হয়নি! পরপর কয়েকটি ডাক্তার দেখানো হয়েছে পাশাপাশি দৈনন্দিন আমল বাড়িয়ে দিয়েছিলাম, ইউটিউব থেকে পেটে সমস্যার রুকইয়াহ শুনেছিলাম,আলহামদুলিল্লাহ সমস্যা কিছুটা কমেছে! হজম শক্তি অনেক কমে গেছে সাধারণত ভাত রুটি খেলেও অনেক বেশি চিবিয়ে খেতে হয় , হঠাৎ করে এমন সমস্যা হচ্ছে আগে আমার কোন সমস্যা ছিল না!
ইদানিং আমি অনেক ভয় পাই! একা থাকতে পারি না! নিজেকে অনেক অসহায় মনে হয়! দম বন্ধ লাগে কান্না আসে!শরীর অনেক দূর্বল লাগে,প্রায় বেশিরভাগ সময় শরীর ঝিমঝিম করে , যেন শক্তিহীন হয়ে যাচ্ছি! কিন্তু আমার ঔষধ কিন্তু চলছে এবং ভালো খাবার ও খাওয়া হচ্ছে!
আমার পুরো শরীরে ব্যাথা যেন দৌড়ায়! মাথা,ঘাড়,পিঠ,দুই হাতে বেশি ব্যাথা করে! এতো ব্যাথা যে আমি বিছানা থেকে উঠার শক্তি পাই না!
আমি এই ১ সপ্তাহ যাবৎ খারাপ স্বপ্ন দেখি! স্বপ্নে খাবার খেতে দেখি!
১.স্বপ্নে দেখি একজন জ্বীন কার সাথে যেন বলতেছে যে পঁচা লাশের কবর থেকে কি যেন একটা একদিন আগে করা নতুন কবরে রাখছে,আর এখানেই ওর বসবাস! আর বলতেছে যে ঐ ব্যক্তি শক্তিহীন হয়ে পচে মারা যাবে!ঐ রাতেই স্বপ্নে দেখি আমার আম্মু অনেক প্রকার রান্না করেছে ,সবাই খাচ্ছে কিন্তু আমি পিঠা খাচ্ছি!
**এই স্বপ্ন রাত 3:30 এর সময় দেখে আমার শরীরের অবস্থা এতো খারাপ হয়েছিল যে আমি নিয়মিত তাহাজ্জুদ আদায় করি অথচ ঐদিন আমি জেগে থেকেও ফজর নামায পড়তে পারি নি! পুরো শরীর এতো ব্যাথা,আর প্রচুর কাঁপতে ছিল!
এর পরের রাতে প্রায় ২০ এর অধিক বার আমি সজাগ হয়ে যাই, বারবার ঘুমাই কিন্তু সজাগ হয়ে যাই আর প্রচুর ভয় করে শরীর কাঁপে, অথচ পুরো শরীর ঘেমে গেছে,
এর আগে আর একদিন স্বপ্নে দেখেছিলাম আমার ছোট বেলার বান্ধবী আর সাথে আরও কয়েকজন ছিল, ওরা আমাকে কালো জাদু করছে কার সাথে যেন বিয়ে দেয়ার জন্য আমি অনেক বার না করেছি কিন্তু কেউ আমার কথা শুনছে না,
আমি প্রতিদিন ঘুমের আগে সব মাসনূন আমল করে ওজু অবস্থায় ঘুমাই ডান কাত হয়ে শুয়ে! কিন্তু তবুও আমার সাথে এমন হচ্ছে! শরীর এতো পরিমাণ ব্যাথা আর শক্তিহীন লাগে সকালে বিছানা থেকে উঠার শক্তি পাই না! এই অবস্থায় করনীয় কি!? অনুগ্ৰহ করে সাহায্য করবেন ইনশাআল্লাহ ,,
পরিচিত বা আশেপাশে কোনো রাক্বী নেই! আমার বাবা মা কবিরাজ দেখায় কিন্তু কুফরী চিকিৎসা করে এজন্য নিষেধ করেছি কিন্তু আমার সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে!