আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
আজ আমার বাবু আমার শশুরের কাছে ছিল। বাবু ঘুমিয়ে গেছে তাই আনতে গিয়েছিলাম। আমি হুরমত মুসাহারাত সম্পর্কে জানি। আমি আমার শশুরের থেকে বাবুকে নেই। এরপর থেকে মনে যে কি হচ্ছে বলে বুঝাতে পারবো না। মনে হচ্ছে হুরমত মুসাহারাত সাব্যস্ত হয়ে গেছে। বাবু নেওয়ার সময় মনের অবস্থা কি ছিল ভালোভাবে বুঝতে পারছি না। বাবু নেওয়ার মাত্র এইটুকু সময়ে কি হুরমত মুসাহারাত সাব্যস্ত হতে পারে?