১।খালি বারবার মনে আসে যে আমার বউ আর সন্তান যদি কখনো মুরতাদ শাতিমে রাসুল সাঃ হয় তাদের কে হত্যা করতে বা আইনের হাতে তুলে দিতে পারবিনা কারন তাদেরকে মহব্বত করছ। তুই যাতে পারবিনা তুই আল্লাহ পাক আর রাসুল সাঃ কে মহব্বত করছ না এটা কি কারনে হয়?
২।আবার মনে হয় তোকে যদি রাসুল সাঃ সপ্নে দেখায় তোর সন্তানরা বড় হয়ে মুরতাদ শাতিমে রাসুল সাঃ হয় এখন তাকে হত্যা করতে বলে তুই কি পারবি। যদি না পারছ তুই রাসুল সাঃ কে মহব্বত করছ না। এটা কি কারনে হয়?
৩।ইনকামের ক্ষেত্রে খালি মনে আসে হারাম ইনকাম দরকার নাই দরকার হইলে তুই মেথর,রিকশা ওয়ালা, ভিক্ষুক ইত্যাদি ছোট কাজ হইবি বা আল্লাহ পাক তোকে যদি দেয় বা দিবে। আর অন্য কোনো হালাল ইনকাম করতে পারবি না। আমার কথা হল যে কেনো হালাল ইনকামের চেষ্টা করতে পারবো?
৪।আবার মনে হয় যদি ইমান নিয়ে মরতে না পারছ যদি চিরকাল জাহান্নামে থাকস পাপ করতে থাক।পাপ না করে যদি জাহান্নামে যাস তাহলে আফসোস থাকবে এটা কি কারনে হয়?
৫।আমি জানি এই বিষয় গুলো অমুসলিমদের যেমন গির্জা,মন্দির, রাম, কৃষ্ণ, চামুণ্ডা, জগন্নাথ,কালি দূর্গা ইত্যাদি কিন্তু মনে বারবার আসে যে তুই যে এগুলো অমুসলিমদের মনে করতেছোচ এগুলো যদি না হয় আর খালি মন মন্দিরের দিকে সারাদিন ধরে থাকে?
৬।মন খালি সারাক্ষণ অন্যন্য ধর্মালম্বি বা ধর্মের জিনিসের দিকে থাকে আমি জানি এসব অমুসলিম ধর্মালম্বী বা ধর্মের বিষয় তারপরও মনে আসে এইগুলা যদি মুসলমানদের হয়। আমাদের আসে পাশে অমুসলিম আছে না তাদের কে দেখে জানা বা অন্য কোনো মাধ্যমে জানছি যাচাই করা হয়নি।মনে আসে যাচাই করা ছাড়া কেমনে বুঝতে পারলাম। আবার যাচাই করতে গেলে শিরকি কুফরি শব্দ পড়তে হয় এখন কি করনীয় খুবই বিরক্ত লাগে।<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250117_204129_490.sdocx-->