আসসালামু আলাইকুম।
১. নামাজ, দোয়া এবং জিকিরের ক্ষেত্রে ঠোঁট এবং জিহ্বা না নাড়িয়ে তিলাওয়াত করলে তা কি বাতিল বলে গণ্য হবে?
২. চোখ বন্ধ করে নামাজ আদায় করলে নামাজ কি বাতিল হয়ে যাবে?
৩. যোহরের নামাজের ৪ রাকাত ফরজের আগে সুন্নত ৪ রাকাত কি একসাথে পড়তে হয় নাকি ২ রাকাত ২ রাকাত করে ৪ রাকাত পড়তে হয়?
৪. আমি টুকটাক ফ্রিল্যান্সিং করি। আমি মূলত ইউকে-এর স্টুডেন্টদের এ্যাসাইনমেন্ট, রির্পোট এইগুলা করে থাকি। তারা নিজেদের বিভিন্ন কাজের কারণে এই এ্যাসাইনমেন্ট, রির্পোট গুলো কমপ্লিট করার সময় পায় না বলে আমাদের দিয়ে করিয়ে থাকে। এখন আমার প্রশ্ন হলো তাদের একাডেমিক কাজ গুলো যে আমি করে দিচ্ছি এটা কি নকল করার সামিল হচ্ছে? আমার এই উপার্জন কি হারাম?