ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কেউ যদি স্ত্রীর সাথে ফোনে স্বাভাবিক কথা বলে।কিন্তু ফোন রাখার সময় যদি তালাকের নিয়তে 'আল্লাহ হাফেজ' কথাটি বলে,তাহলেও তালাক পতিত হবে না।কেননা আল্লাহ হাফেজ কথাটি তালাকে সরিহ বা তালাকে কেনায়া এর অন্তর্ভুক্ত নয়।
(২) শুধু 'আল্লাহ হাফেজ' কথাটি কেনায়া বাক্য নয়। স্ত্রীকে অন্য কোন কথা না বলে,শুধু 'আল্লাহ হাফেজ' কথাটি তালাকের নিয়তে বললেও তালাক হবে না।
لما في الفتاوی الشامیة:
"وركنه لفظ مخصوص»
قوله وركنه لفظ مخصوص) هو ما جعل دلالة على معنى الطلاق من صريح أو كناية فخرج الفسوخ على ما مر، وأراد اللفظ ولو حكما ليدخل الكتابة المستبينة وإشارة الأخرس والإشارة إلى العدد بالأصابع في قوله أنت طالق هكذا كما سيأتي."(کتاب الطلاق، ج نمبر ۳، ص نمبر ۲۳۰، ایچ ایم سعید)