আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
31 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (5 points)
السلام عليكم ورحمة الله وبركاته

অনুগ্রহপূর্বক যদি পরামর্শ দিতেন,উপকৃত হতাম।
বিদআতি কে বিবাহ করলে ,কেমন সমস্যা হতে পারে ?
পাত্র আলিয়া মাদ্রাসা বোর্ড কর্তৃক মুফতি। সুন্নী মাসজিদে পড়ায় + সুন্নী একটি মাদ্রাসার প্রিন্সিপাল । কট্টর বিদআতি-পাত্র । এখন আমার  অনেক ভয় হচ্ছে । আকিদাতে সমস্যা থাকার কারনে পরে যদি পরবর্তী প্রজন্মের জন্য সমস্যা হয়। তিনি যদি বিদআতি বানায়  ; তখন তো আমার কিছু করার থাকবে না । এই প্রস্তাবে আমার পরিবারের সবাই রাজি । আমার পরিবার ও বিদআতি। আমি যে কওমি মাদ্রাসায় পড়তেছি এটাও পরিবার বুজে গেছেন। তাই অধিক আগ্রহের সাথে বিদআতির সাথে বিয়ে দিতে চাচ্ছেন। বিবাহের দিন ও নির্ধারণ করা হয়েগেছে।
এখন আমার কি করা উচিত?

1 Answer

0 votes
by (606,750 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কারো বিদাত যদি কুফর পর্যন্ত পৌছে যায়, তাহলে তার সাথে বিবাহ শাদি জায়েয হবে না। তবে যদি কারো বিদাত কুফুর পর্যন্ত না পৌছে, তাহলে তার সাথে বিবাহ শাদি জায়েয হলেও এক্ষেত্রে বিবাহ শাদি না করাই উত্তম। কেননা ভবিষ্যতে সন্তানদের মধ্যে বিদাত ছড়াতে পারে। 

প্রশ্নে বর্ণিত পাত্রর আকিদাতে যদি কুফরি কোনো কিছু না থাকে, তাহলে যেহেতু বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, তাই বিয়েকে ভঙ্গ না করাই উচিৎ হবে। 
مأخَذُ الفَتوی
ففي الدر المختار: (الكفاءة معتبرة) في ابتداء النكاح للزومه أو لصحته (من جانبه) أي الرجل لأن الشريفة تأبى أن تكون فراشا للدنيء ولذا (لا) تعتبر (من جانبها) لأن الزوج مستفرش فلا تغيظه دناءة الفراش اھ (۳/۸۵)۔
وفي الفتاوی الهندية: وکل من یعتقد دینا سماویا وله کتاب منزل(ٳلی قوله)فتجوز مناکحتهم اھ (۱/۲۸۱)۔
وفي الفتاوی التاتارخانية: المعتزمة التي لا تری الرحمة من اللہ علی عبادہ واجبة وقالت بخلق الجنة والنار جازت المناکحة معهم، وکذا الرافضية التی رٲت تفضیلٲبي بکر وعمر ۔ رضي اللہ عنهما ۔ اھ (۳/۱۰) واللہ أعلم بالصواب


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...