আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারকাতুহ।
আমার বাবা একজন হাফেজের কাছ থেকে শরীরে থাকা বিয়েতে বাধা দানকারী জীন, জাদু নষ্টের জন্য তদবির এনেছেন। উনি যা দিয়েছেন -
১) ৪০দিন সুরা নিসা এবং সুরা আহজাব তিলওয়াত করতে হবে এবং ফজরের পর ইয়া ফাত্তাউ পড়তে হবে ৪০বার।
২)৪০ দিন অয়েল ম্যাসাজ,পানি দিয়ে গোসল এবং পান করতে হবে।
৩)৪০ দিন ২ রাকাআত নামাজ পরে দুরুদ শরীফ পড়ে বড়োপীড়ের উসিলা দিয়ে আল্লাহর নিকট দোয়া করতে বলেছেন।
৪) মঙ্গলবার একটা রোজা রেখে রাত ১২টায় পরা পানি দিয়ে গোসল দিতে হবে।
৫)সাথে একটি তাবিজ নিতে হবে।
৬) কিছু একটা আগুনে গরম করতে হবে। তবে এটা জিন সরানোর জন্য না মনে হচ্ছে।
শেষের ৩ টায় চরম আপত্তি আছে আমার।
আমার সমস্যা বলছি।আমার সমস্ত শরীরে জীন চলাচল করে। সরাসরি ৩ সেশন রুকিয়াহ করার পরও বাবা টানা ১৫ দিন ঝাড়ছিল গড়ে ৪৫মি.। তখন এক্টিভ হয়ে কান্না করে কিন্তু কিছু বলে না। আম্মু ও ৩০মি.এর মতো ঝাড়ছে তাও এক্টিভ হয়। কিন্তু উনারা বয়স্ক মানুষ অসুস্থ, অনভিজ্ঞ।এখন আর ঝাড়তে চায় না+ পারেও না। চিন্তায় উনারা স্ট্রোক হবার উপক্রম। তাবিজ নিব না বলার পর আম্মু আরও অসুস্থ হয়ে যায়।আমি সুস্থ হলেই উনারা সুস্থ, চিন্তামুক্ত হয়। আম্মু দোয়া করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছেন। আম্মু,আমি ২ জানেরই সব দোয়া কবুল হচ্ছে কিন্তু জিনের সমস্যা আল্লাহ এখনো দূর করছেননা। সাইয়্যেদুল ইস্তেগফার পড়তে পড়তে তাবিজ হাতে নিছি। আবার খুলে ফেলছি।এরমধ্যে ২বার চেক করেছে খুলে ফেলছি কিনা।আমাকে কেন্দ্র করে বাসায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় আম্মু অসুস্থ হয়ে যায়।।সবাই আমার বিপক্ষে।আগে রাগারাগি, কান্নাকাটি করতাম কিন্তু তাদের ধারণা জিন তাবিজ নিতে দেয়না তাই এবার চুপ করে তাবিজটা নিয়েছি।মেয়ে মানুষ পরিবার ছেড়ে কোথায় যাবো? ঘরে থাকলেও এগুলো পোহাতে হবে।
১) কিছু না বলে তাবিজ নেয়ার জন্য কি আমার ইমান চলে গেছে ? তওবা করতেছি।
২)এই তদবির কতটুকু গ্রহণযোগ্য হবে? আমি শুধু পানি, তেল এবং তিলওয়াত করতে চেয়েছিলাম।
৩)তাবিজ নষ্ট করে শুধু মাদুলি রাখলে গুনাহ হবে? সেটা না পাড়লে তাবিজ সাথে নিয়ে আমল,ইবাদত করলে তা গ্রহণযোগ্য হবে?
৪) কুরআন মাজিদে/ওজিফার শুরুতে সুরার নকশা আছে সংখ্যা দিয়ে। এগুলো কি ব্যবহার করা জায়েজ?
৫)নজর,হিংসা, জাদু, পেটের মধ্যে জাদু, গীট আছে। একটার পর একটা ট্রিটমেন্ট করছি। আমি দিনে ২ঘন্টার মতো তিলওয়াত +আমল,গোসল ইত্যাদি সব করতেছি।রুকিয়াহর আয়াতগুলো প্রিন্ট করে নিয়ে পড়তেছি।বেশিরভাগ দোয়া মুখস্থ হয়ে গেছে। আর কি করবো??
খুটিয়ে খুঁটিয়ে সব বর্ননা দিলাম।
আমার পরিস্থিতিটা একটু অনুধাবন করে অসহায় দীনী বোনকে উত্তম পরামর্শ দিন প্লিজ। (উল্লেখ্য পরিবারের জন্য সব সময় দোয়া চলমান)
পয়েন্টগুলো ব্যতীত আরো কোনো পরামর্শ থাকলে সেটা বলার অনুরোধ রইলো।