আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
36 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু আলাইকুম।আমরা দেখি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা অনেক চ্যালেঞ্জিং ও ভাগ্যের ব্যাপার।এক্ষেত্রে এমন অনেক মানুষ আছে তারা পাবলিক এ চান্স পেয়ে সেখানে হারাম রিলেশন করে,ফ্রি মিক্সিং করে,এগুলো তো নিষেধ এবং গোনাহ।এখন আমার মনে বারবার প্রশ্ন জাগে যে এইসব গুনাহ করবে সেটা আল্লাহ জানার পরেও কেনো চান্স পাইয়ে দিলো যেহেতু আল্লাহর সাহায্য ছাড়া এত বড় প্রাপ্তি সম্ভব না।

২.আমার রিলেশন আছে যেটি হালাল করতে আমি আপ্রাণ দোয়া চাই আমার রবের কাছে।কিন্তু আমি সেটি ছাড়তে পারবো না।আমি হালাল ভাবে তাকে চাই,একবার ছেড়ে দিলে তাকে আর পাবো না।তাই আমি এও দোয়া চাই যে আমার এই রিলেশনের শাস্তি আমাকে মৃত্যুর পরে দিক এবং বাস্তবে হালাল করে দিক তাকে আমার জন্য তাতে আমার কোনো আপত্তি নেই।আর আমাদের এই রিলেশনটা ভালো জায়গায় চান্স পাওয়ার মাধ্যমেই আল্লাহ চাহে তো দ্রুত হালাল করা সম্ভব হবে কিছু বছরের মধ্যেই।এখন কি আমি আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সাহায্য করবেন না এই রিলেশনের গুনাহর জন্য?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
"যিনা হারাম, এটা আল্লাহর বিধান।" 
"যারা যিনা করে,তারাও শক্তি আল্লাহর তরফ থেকে পায়,  আল্লহর হুকুমে করে। কেননা, তাদেরকে যিনা করার যোগ্যতা বা যিনা থেকে বেচে থাকার যোগ্যতা , উভয়টিই আল্লাহর তরফ থেকে দেয়া হয় । কিন্তু বাচাই নেয়ার দায়িত্ব বান্দার। বান্দার বাচাই করে নেয়ার উপর ফল ভোগ করবে। অর্থাৎ আকিদার গুরুত্বপূর্ণ  বিষয়, ইস্তেতাআত তথা কাজের যোগ্যতা আল্লাহই দান করেন। বান্দাকে নেক কাজের সামর্থ্য এবং বদ কাজের সামর্থ্য উভয়টিই আল্লাহ দান করেন। কেউ যদি যিনা করে, তাহলে একথা বলা যাবে যে, এ যিনা করার মত সুযোগ বা সামর্থ্য হত্যা করার মত সামর্থ্য সবকিছুই আল্লাহর তরফ থেকে দেয়া হয়েছে। আল্লাহ সামর্থ্য না দিলে কেউ কিছুই করতে পারবে না। তবে আল্লাহ যিনা না করার এবং হত্যা না করার নির্দেশ দিয়েছেন। 

নেক কাজ করার হুকুম আল্লাহর তরফ হতে এসেছে, এবং বদ কাজ থেকে বেচে থাকার হুকুম আল্লাহর তরফ থেকে এসেছে। তবে নেক কাজ বলেন, আর বদ কাজ বলেন, সবকিছুই আল্লাহ প্রদত্ব যোগ্যতা ও সামর্থ্য দ্বারা হয়ে থাকে। আল্লাহ সামর্থ্য না দিলে কেউ কোনো কাজ করতে পারবে না। নেক কাজও পারবে না,এবং বদ কাজও পারবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/24185


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে ঐ ব্যক্তব সেখানে হারাম রিলেশন করতে পারে, সেটা আল্লাহ জানেন, তারপরও আল্লাহ কেন তাকে সযোগ দিলেন? এর উত্তর হল, হারামে জড়িত হওয়া বা না হওয়া উভয়টির যোগ্যতা আল্লাহ ঐ ব্যক্তিকে দিয়েছেন। সে যেটা বাচাই করবে, এর উপরই তাকে শাস্তি বা প্রতিদান দেওয়া হবে।

(২) 
"আমি এও দোয়া চাই যে আমার এই রিলেশনের শাস্তি আমাকে মৃত্যুর পরে দিক এবং বাস্তবে হালাল করে দিক"

আস্তাগফিরুল্লাহ!  
হাদীসে শাস্তি থেকে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। সুতরাং একরম মনোভাব পরিহার করুন।এবং তাওবাহ করুন। কাউকে ভালো লাগলে এখনই বিয়ে করে নিন অথবা তার চিন্তাকে পরিহার করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...