বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো এক ভাই তার ৪০ হাজার টাকা এবং অন্য ভাই ৫০ হাজার টাকা নিয়ে যদি একটা গাড়ী কিনে। তাহলে এই ব্যবসাকে মুশারাকাহ বলে। লাভ-লোকসানে উভয়ের মধ্যে পার্সেন্টিজ আকারে চুক্তিবদ্ধ থাকতে হবে। কারো জন্য নির্দিষ্ট পরিমাণ লাভের শর্তারোপ করা বা কারো জন্য লসে না শরীক না হওয়ার চুক্তি গ্রহণযোগ্য হবে না।
সুতরাং প্রশ্নের বিবরণমতে গাড়ীর ইনকাম থেকে কারো জন্য প্রতিদিন ৫০ টাকা করে নির্ধারণ করা কখনো জায়েয হবে না। এবং শুধুমাত্র লোকসানে শরীক হওয়ার শর্তারোপ করাও জায়েয হবে না।
المبسوط للسرخسی (151/11):
"(ثُمَّ) الشَّرِكَةُ نَوْعَانِ: شَرِكَةُ الْمِلْكِ وَشَرِكَةُ الْعَقْدِ. (فَشَرِكَةُ الْمِلْكِ) أَنْ يَشْتَرِكَ رَجُلَانِ فِي مِلْكِ مَالٍ، وَذَلِكَ نَوْعَانِ: ثَابِتٌ بِغَيْرِ فِعْلِهِمَا كَالْمِيرَاثِ، وَثَابِتٌ بِفِعْلِهِمَا، وَذَلِكَ بِقَبُولِ الشِّرَاءِ، أَوْ الصَّدَقَةِ أَوْ الْوَصِيَّةِ. وَالْحُكْمُ وَاحِدٌ، وَهُوَ أَنَّ مَا يَتَوَلَّدُ مِنْ الزِّيَادَةِ يَكُونُ مُشْتَرَكًا بَيْنَهُمَا بِقَدْرِ الْمِلْكِ، وَكُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِمَنْزِلَةِ الْأَجْنَبِيِّ فِي التَّصَرُّفِ فِي نَصِيبِ صَاحِبِهِ."