জাযাক আল্লাহু খাইর , শায়খ
আপনার উত্তর শুনে আমি খুবই উপকৃত হয়েছি। একইসাথে, আমি বারবার একটা প্রশ্ন নিয়ে সন্দেহ পোষণ করার জন্য আপনার কাছে ক্ষমাপ্রার্থী। তবে, আশা করি আপনি আমাকে ক্ষমসুন্দর দৃষ্টি তে দেখবেন এবং আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমাকে বিশেষভাবে উপকৃত করবেন, ইংসা আল্লাহ ।
আপনি তো বলেছিলেন যে এই অপেক্ষা কেবল তখনই হালাল হবে যখন তার সাথে আমার হারাম যোগাযোগের কোনো সম্ভাবনা থাকবে নাহ। সেইজন্য , আমি কোনোরকম হারাম যোগাযোগ না রাখার নিয়ত করেই তার জন্য অপেক্ষা করা শুরু করি।
# তবে, যদি কখনো শয়তানের প্ররোচনায় পড়ে তার সাথে হারাম যোগাযোগ (বিশেষ হালাল দরকার ছাড়া কথা বলা অথবা দেখা করা) করে ফেলি, তবে কি আমার জন্য এই অপেক্ষা পুরোপুরি হারাম হয়ে যাবে?
# আমি কি শুধু ঐ একদিনের হারাম কাজের জন্যই গুনাহগার হব নাকি আমাদের অপেক্ষার সকল দিন (ওই একদিনের পূর্বের ও পরের সকল দিন) অর্থাৎ সম্পূর্ণ সময়ের জন্য গুনাহগার হব যদিও আমি ঐ একদিন বাদে অন্য কোন দিন কোনরকম হারমে লিপ্ত না হই ?
# আর আমরা দুই জনেই যদি ঐ একদিনের হারামের জন্য ভালোমতো তওবা করে একে অপেরের জন্য আবার হারাম যোগাযোগ বিহীন অপেক্ষা শুরু করি, তাহলে কি এই অপেক্ষা হালাল হবে?
# তার সাথে আমার যোগাযোগের সুযোগ থাকলেও আমরা নিয়ত করেছি যে কোনরকম হারাম যোগাযোগ রাখবো না, তবে কি এই অপেক্ষা হালাল?