আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
43 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
اَلسَّـــــــــــــــــلاَمُ عَلَيْكُمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهُ.


ডিভোর্স/ইদ্দত
আমার বয়স যখন ২ বা ৩ বছর তখন আমার বাবা আমার মাকে ছেড়ে চলে যান! তার এক কথা ছিল সে আমার মায়ের সাথে সংসার করবে না! তবে তালাক দিলাম এই সম্পর্কে কিছু বলেনি!

সে না আমার কখনও খোজ খবর নিয়েছে না আমার মায়ের! সে অন্য জায়গায় বিয়ে করেন আল্লাহু আলাম সে কোথায় আছেন? কেমন আছেন? বেঁচে আছেন কি না। আমার পুরো পরিবার এবং আমরা তার বিষয়ে কিছুই জানি না! আমরা তার খোঁজ নিতে গিয়েও বার বার হতাশ হয়ে ফিরে এসেছি (তার খোঁজ আমরা পাইনি,পেলেও তার অব্ধি আমরা পৌঁছতে পারিনি)
এখন আমার বয়স ১৮+ বছর আমার বিয়ে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ!

কিন্তু আমার কোনো ভাই/বোন কেউ নেই আম্মু এখন একা একা জীবন চালাচ্ছেন যেটা আমার নিকট অধিক কষ্টকর বিষয়!

আমি চাচ্ছি আমার মায়ের দায়িত্ব কেউ নেক এবং তার একজন সঙ্গী হোক অনবরত আমার মায়ের জন্য প্রস্তাব আসছে আমি আগাচ্ছি না/ আম্মুকে আগাতে দিচ্ছি না তার রিজন বাবার সাথে তার ডিভোর্স হয়নি !

আমি এর পূর্বেও অনেক আলেমগণ কে জিজ্ঞেস করেছি এই বিষয়ে কি করা যায়?

তারা বলেছেন যে, ডিভোর্স করাতে হবে কিন্তু আমি বাবাকে পাবো কোথায়?

এবং কোর্ট এ গিয়ে খোলা তালাক নিতে বলেছে আমার আম্মুকে কিন্তু আমার বাবা মায়ের না আছে কাবিননামা, না আছে বাবার ভোটার আইডি কার্ড এবং তার কোনো স্মৃতি আমাদের মাঝে নেই!

মেহেরবানী করে আমাকে এই বিষয়ে সাহায্য করুন এবং সহজ করুন!

আমি এখন কি করব? হানাফী মাযহাব মতে ৪ বছর অতিবাহিত হয়ে গেলে নাকি ডিভোর্স হয়ে যায় এই বিষয়ে ভালো করে আমার জানা নেই!

আমি জানতে চাচ্ছি এই বিষয়ে আমি এখন কি করব আমার করণীয় কি?

দুনিয়াবি মানুষ আমার পরিবার তারা ইদ্দত/ তালাক নেয়া এসব কিছুই বুঝে না ইভেন শুধু আমার পরিবার নয় উস্তাদ এমন অনেক হচ্ছে স্বামী ছেড়ে চলে যায় স্ত্রীকে এবং তালাক , ইদ্দত পালন না করেই আবার মেয়ের বাবা মা মেয়েকে বিয়ে দিয়ে দেয়!

আল্লাহ মাফ করুক।

1 Answer

0 votes
by (606,450 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামী স্ত্রীর হক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/990

স্বামী তার স্ত্রীর ভরণপোষণ আদায় না করলে এবং স্ত্রীকে সঙ্গ না দিলে,স্ত্রী যদি কাযী সাহেবের নিকট বিচার দায়ের করে,তাহলে কাযী সাহেব উক্ত বিবাহকে ভঙ্গ করে দেয়ার অধিকার রাখেন।(জাদীদ ফেকহী মাসাঈল-৩/১০০)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/14190

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বর্ণিত পরিস্থিতিতে স্ত্রীর জন্য করণীয় হল, স্ত্রী প্রথমে স্বামীর সাথে, স্বামীর পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে।প্রয়োজনে সামাজিকভাবে বা কোর্টের দ্বারস্থ হয়ে সহজে সমাধানের চেষ্টা করবে। সর্বশেষ কোনো সমাধান না আসলে, প্রচলিত কোর্ট থেকে তালাক নিয়ে উক্ত মহিরা অন্যত্র বিয়ে বসতে পারবে।যদি কাবিন নামা না থাকে, তাহলে সামাজিকভাবে এলাকার গণ্যমান্য কয়েকজনকে সাথে নিয়ে কোনো দারুল ইফতার সাথে যোগাযোগ করে, পঞ্চায়েত থেকে বিবাহ ভঙ্গ করিয়ে নেয়া যাবে। তারপর ইদ্দত পালন করে  ঐ মহিলা অন্যত্র বিয়ে বসতে পারবে।


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (5 / 414):
"(ولو قضى على الغائب بلا نائب ينفذ) في أظهر الروايتين عن أصحابنا".

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (5 / 414):
"قلت: ويؤيده ما يأتي قريبا في المسخر، وكذا ما في الفتح من باب المفقود لايجوز القضاء على الغائب إلا إذا رأى القاضي مصلحة في الحكم له وعليه فحكم فإنه ينفذ؛ لأنه مجتهد فيه اهـ".

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (4 / 295):
وقال في الدر المنتقى: ليس بأولى، لقول القهستاني: لو أفتى به في موضع الضرورة لا بأس به على ما أظن اهـ

المبسوط للسرخسي ـ موافق للمطبوع (11/ 64):
"وأما تخييره إياه بين أن يردها عليه وبين المهر فهو بناء على مذهب عمر رضي الله عنه في المرأة إذا نعي إليها زوجها فاعتدت وتزوجت ثم أتى الزوج الأول حياً أنه يخير بين أن ترد عليه وبين المهر، وقد صح رجوعه عنه إلى قول علي رضي الله عنه، فإنه كان يقول: ترد إلى زوجها الأول، ويفرق بينها وبين الآخر، ولها المهر بما استحل من فرجها، ولا يقربها الأول حتى تنقضي عدتها من الآخر، وبهذا كان يأخذ إبراهيم رحمه الله فيقول: قول علي رضي الله عنه أحب إلي من قول عمر رضي الله عنه، وبه نأخذ أيضاً؛ لأنه تبين أنها تزوجت وهي منكوحة، ومنكوحة الغير ليست من المحللات، بل هي من المحرمات في حق سائر الناس".


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...