ওয়া আলাইকুমুস-সালাম ওয়া
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
বিসমিল্লাহির রহমানির রহীম
জবাব:-
https://ifatwa.info/90862/
নং ফাতাওয়ায় আমরা বলেছি যে সন্তান জন্মের ৭ম দিনে
অভিভাবকের দায়িত্ব হল, সন্তানের আকীকা করা, মাথার চুল মুণ্ডন করা এবং তার সুন্দর নাম রাখা। সপ্তম দিনে বাচ্চার
চুলগুলো মুণ্ডন করা ও চুলের ওজন বরাবর রৌপ্য সদকা করা মুস্তাহাব।
আলী (রায়িঃ)
বলেন:
” عقّ رسول الله – صلى الله عليه و سلم – عن
الحسَن بشاةٍ و قال يا فاطمة احلقي رأسه و تصدقي بزنةِ شعره فضّةً ” رواه الترمذي
في كتاب الأضاحي، باب العقيقة بشاة.
“আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসানের পক্ষ হতে ছাগল আক্বীকা করেন এবং ফাতেমা
(রাযি:) কে বলেন: তার মাথা মুণ্ডন করে দাও এবং চুলের ওজন বরাবর রৌপ্য সদকা করে দাও”।[
তিরমিযী,
অধ্যায়, আযাহী, হাদীস নং ১৫১৯]
হাদীস শরীফে
এসেছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সন্তান আকীকার সাথে
দায়বদ্ধ থাকে। তার পক্ষ থেকে সপ্তম দিনে পশু জবাই করবে, নাম রাখবে ও মাথা মুণ্ডন করে দিবে। (জামে তিরমিযী, হাদীস ১৫২২)
রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রা.-এর আকীকা দিয়ে ফাতেমা রা.-কে বললেন, তার মাথা মুণ্ডন করে দাও এবং চুলের ওজন পরিমাণ রূপা সদকা করে
দাও। (জামে তিরমিযী, হাদীস ১৫১৯)
অপর এক হাদীসে
রূপা বা স্বর্ণ সদকা করার কথাও এসেছে। (আলমুজামুল আওসাত, হাদীস ৫৫৮; মাজমাউয যাওয়াইদ, হাদীস ৬২০৪; ইলাউস সুনান ১৭/১১৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১-২. (يافع) ইয়াফি নামের বাংলা অর্থ ” প্রাপ্তবয়স্ক, পূর্ণবয়স্ক, এমন ব্যক্তি
যিনি যৌবন কালে পদার্পণ করেছেন। উক্ত নামে নামকরণ করা নাজায়েয বলা যাবে না। তবে অর্থের
দিক বিবেচনায় ভিন্ন কোন সুন্দর অর্থবহ নাম রাখার পরামর্শ থাকবে।
৩. জন্মের সপ্তম
দিবসে নবজাতকের নাম রাখা ও তার আবর্জনা দূর করা (তথা নেড়ে করা) করে দেওয়া মুস্তাহাব।
অসুস্থতা বা অন্য কোনো কারণবশত বাচ্চার চুল যদি সপ্তম দিনে কাটা সম্ভব না হয় সেক্ষেত্রে
সপ্তম দিনের চুলের ওযন অনুমান করে রূপা বা স্বর্ণ সদকা করে দেওয়ার দ্বারা সুন্নাত আদায়
হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং প্রশ্নেল্লিখিত ছুরতে অনুমান করে রূপা বা স্বর্ণ অথবা
তার সমমূল্য সদকা করলে সুন্নাত আদায় হয়ে যাবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। অন্যথায়
অনুমান করা ছাড়া সামান্য কিছু দান করলে তা সাধারণ দান হিসেবে গণ্য হবে।
আরো
বিস্তারিত জানুনঃ- https://ifatwa.info/89184/