আসসালামুয়ালাইকুম।
১১ জানুয়ারি আমার কুয়েটের ভর্তি পরীক্ষা ছিলো। আমরা তার আগেরদিন দুপুরে রওনা দিয়েছিলাম বাসে। এবং ১২ জানুয়ারি রাত আড়াইটায় আবার বাসায় এসে পৌঁছায়।
এখন পথিমধ্যে আসরের নামাজ পড়লে, বাসের অন্য কিছু মুসল্লি নিজেরা জামাত আদায় করে নামাজ পড়া শুরু করে। যেহেতু বাস এমন সময় থেমেছিল যখন আসরের স্থানীয়-ইমাম যে জামাত করেন সেটা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারা যে জামাত করে সেখানে ৪ রাকাতের জায়গায় দুই রাকআত পড়ে।
আমার প্রশ্ন, কসরের নামাজ কি শুদ্ধ হয়েছে নাকি কাজা পড়ে নিতে হবে?