আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি আমার এক কাছের বান্ধবীর বিষয়টা হুবহু পেশ করছি। উত্তর দিলে মুনাসিব হতো।
ঘটনার বিবরণ-
স্বামী স্ত্রী এর মাঝে ভীষণ ঝগড়া চলছিলো। একপর্যায়ে স্বামী বলতে শুরু করেছে যে তোমাকে আমি আজ দিয়ে দিব দেইখো, আজ রাতের ভিতরই দিয়ে দিব, দিয়ে দিলাম, আজকের ভেতরই দিব। এরকম অনেকবার বলেছে।
ঝগড়া শেষে ব্যক্তিকে এব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন "দিয়ে দিলাম" শব্দটা সে বলে নি৷ কিন্তু তার স্ত্রী এটা স্পষ্ট শুনেছে যে দিয়ে দিব বলতে বলতে একপর্যায়ে দিয়ে দিলাম শব্দটা সে বলেছে।
হাজবেন্ড এর কথা হবহু লিখে দিচ্ছি যা সে এই ঘটনার পরে বলেছে।
❝tui jodi ar ekbar anr sathe torko korish tore ami talak dibo ajkei ,tui ei kotha ar ekbar bollei tore ami ekbar talak diye dilam, tui dekh ami ajkei toke talak diye dibo. ❞
আর এটা দ্বিতীয় ঘটনা-
❝Ar 5 din kono text dibi na, text, call, vedio call kicchu dibi na. samneo ashbina. kotha bolle tui talak, ❞
এই কথাটা কিছুদিন আগে বলেছে। মানে মোট ঘটনা দুটো, এবং এই কথাটা বলার পরও তারা দুজন কথা বলেছে। বস্তুত স্বামীই প্রথম কল দিয়ে কথা বলেছে। এরপর টেক্সট, কল সবকিছুই হয়েছে তাদের। কি তালাক হয়েছিলো?
উস্তাদ খুবই পেরেশান আছে আমার বান্ধবী। ঘটনাগুলো হবহু তুলে ধরেছি। মাসয়ালা জানাটা খুব জরুরি.