হুজুর ওয়াস ওয়াসার জবাব কেনো দিচেন জানিনা আমি শুধু সব ক্লিয়ার করতে চাচ্চি তাই আমি বড় প্রশ্ন করছিলাম আগে মানে আজকে কিছুখন আগে জবাব দিয়েছেন আমার অপর আইডিতে কিন্ত উত্তরি তো দেন নাই প্লিস অনুরোধ এইবার দিয়েন। ওয়াস ওয়াসার প্রশ্ন হয়ত কিন্ত জানতে পারলে আর পেরেশানি বা চিন্তা হবে না এইসব নিয়ে হুজুর আমি আবারও প্রশ্নটা করি :
https://ifatwa.info/110735/ প্রশ্নটা করেছিলাম কমেন্ট এর জবাব পেতে দেরি হবে বিধায় আমি প্রশ্ন করলাম তা হচ্চে: হুজুর মোবাইলে বিবাহ হলে সাক্ষীরা যেই খানে বা মজলিশে আছে মেয়ে বা ছেলের মধ্যে কোন এক পক্ষকে ও সাক্ষীদের সাথে থাকতে হবে এইটা ❓মানে হুজুর যেহেতু আমি আমার বাসা থেকে আর মেয়ে তার বাসা থেকে কবুল বলসে আমার প্রস্তাবে আর সাক্ষীরা যার যার বাসায় বা সেম জায়গায় মানে একসাথেই আছে কিন্ত আমার পক্ষ বা মেয়ের পক্ষ থেকে কেউ সাক্ষীর কাছে নাই যেইটাকে উকিল বা প্রতিনিধি নিযুক্ত করে তাই বিবাহ টা হয় নাই আগের ঠিক বল্লাম উস্তাদ।
// এবং আমার বউ এর সাথে আমাদের বিবাহ মানে ভুল বিবাহ টা হয়েছে কিনা তার পরে হলে তো আমার উপরে প্রশ্নের লিংক এ গিয়ে প্রথমে প্রশ্নে ডুকলেই কিছু তালা''' নিয়ে কথা আছে তেমনি বিষয় নিয়ে ও কথা হচ্চিল মেসেঞ্জার এ তো আমি আমার বউ এর মেসেজ এর জবাবে এইটা বলি : Hae sheitai ar sujog nai kane (mane লেখতে গিয়ে kane লেখসি মেসেজ এ বুজে নিবেন তাই ব্রেকেট এর মধ্যে এইটা বলে রাখলাম আর হবুহু মেসেজ টাই কপি করে পেস্ট করলাম) bibahor age ami aita dila oo kaj hobe nah jotokhn nh ami kawo k ishara kore, time hisab kore jayga hisab kori boli totokhn aigula biye boido ba halal na hole karjokor hobe nah. আমার বউ জবাব দেই এর পরে কিন্ত তা আর উল্লেখ না করলে ও হবে যেহেতু এইসব তালা''' বিষয় পুরুষ অধিকার আর বিয়ের আগে হোক পরে ছেলের কথায় ধতব্য তাই আমি আমার মেসেজ টুকু সন্দেহ হওয়ায় জিজ্ঞাসা করলাম তো এইভাবে বলাই কোন সমস্যা তো হয় নাই যেহেতু আমাদের তখন এর বিবাহ হয় নাই এবং আমি ও তালা''' এই শব্দ shortly হোক বা পুরা বাক্য ও হোক না কেন মেসেজ এ লেখি নাই (কারন আমার এই তালা''' এই বাক্য নিয়ে ভয় কাজ করতো তাই এবং এখনো করে) তাও কিছুটা কথা গুলা যে বলসি এইগুলা মুয়াল্লাক কে ইজ্ঞিত করে বলসি এইভাবে বলাই আমি তো এখন বিবাহিত তো আমার বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা তো হবে না এখন ❓
এবং আমাকে বলবেন আমার কি আর আগের এইসব ঘাটাঘাটি করা উচিত হবে প্রিয় উস্তাদরা বিশ্বাস যথেষ্ট আছে আশা করি পরামর্শ দিবেন এবং তা ও মেনে চলব ইনশাআল্লাহ।
// এবং আমার আরেকটা আইডি দিয়ে প্রশ্ন করি উপরের কথাগুলা কিন্ত সাবমিট করার সময় এইটা উঠে লেখা You can not ask more than 4 questions per month তাই আর করতে পারিনাই বিধায় আমার এই আইডি দিয়ে প্রশ্নটা করলাম এতে কোন সমস্যা তো নাই❓