আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
34 views
in ওয়াসওয়াসা by (16 points)
edited by

https://ifatwa.info/110735/ প্রশ্নটা করেছিলাম কমেন্ট এর জবাব পেতে দেরি হবে বিধায় আমি প্রশ্ন করলাম তা হচ্চে: হুজুর মোবাইলে বিবাহ হলে সাক্ষীরা যেই খানে বা মজলিশে আছে মেয়ে বা ছেলের মধ্যে কোন এক পক্ষকে ও সাক্ষীদের সাথে থাকতে হবে এইটা ❓মানে হুজুর যেহেতু আমি আমার বাসা থেকে আর মেয়ে তার বাসা থেকে কবুল বলসে আমার প্রস্তাবে আর সাক্ষীরা যার যার বাসায় বা সেম জায়গায় মানে একসাথেই আছে কিন্ত আমার পক্ষ বা মেয়ের পক্ষ থেকে কেউ সাক্ষীর কাছে নাই যেইটাকে উকিল বা প্রতিনিধি নিযুক্ত করে তাই বিবাহ টা হয় নাই আগের ঠিক বল্লাম উস্তাদ।

// এবং আমার বউ এর সাথে আমাদের বিবাহ মানে ভুল বিবাহ টা হয়েছে কিনা তার পরে হলে তো আমার উপরে প্রশ্নের লিংক এ গিয়ে প্রথমে প্রশ্নে ডুকলেই কিছু তালা''' নিয়ে কথা আছে তেমনি বিষয় নিয়ে ও কথা হচ্চিল মেসেঞ্জার এ তো আমি আমার বউ এর মেসেজ এর জবাবে এইটা বলি : Hae sheitai ar sujog nai kane (mane লেখতে গিয়ে kane লেখসি মেসেজ এ বুজে নিবেন তাই ব্রেকেট এর মধ্যে এইটা বলে রাখলাম আর হবুহু মেসেজ টাই কপি করে পেস্ট করলাম)  bibahor age ami aita dila oo kaj hobe nah jotokhn nh ami kawo k ishara kore, time hisab kore jayga hisab kori boli totokhn aigula biye boido ba halal na hole karjokor hobe nah. আমার বউ জবাব দেই এর পরে কিন্ত তা আর উল্লেখ না করলে ও হবে যেহেতু এইসব তালা''' বিষয় পুরুষ অধিকার আর বিয়ের আগে হোক পরে ছেলের কথায় ধতব্য তাই আমি আমার মেসেজ টুকু সন্দেহ হওয়ায় জিজ্ঞাসা করলাম তো এইভাবে বলাই কোন সমস্যা তো হয় নাই যেহেতু আমাদের তখন এর বিবাহ হয় নাই এবং আমি ও তালা''' এই শব্দ shortly হোক বা পুরা বাক্য ও হোক না কেন মেসেজ এ লেখি নাই (কারন আমার এই তালা''' এই বাক্য নিয়ে ভয় কাজ করতো তাই এবং এখনো করে) তাও কিছুটা কথা গুলা যে বলসি এইগুলা মুয়াল্লাক কে ইজ্ঞিত করে বলসি এইভাবে বলাই আমি তো এখন বিবাহিত তো আমার বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা তো হবে না এখন ❓

এবং আমাকে বলবেন আমার কি আর আগের এইসব ঘাটাঘাটি করা উচিত হবে প্রিয় উস্তাদরা বিশ্বাস যথেষ্ট আছে আশা করি পরামর্শ দিবেন এবং তা ও মেনে চলব ইনশাআল্লাহ

// এবং আমার আরেকটা আইডি দিয়ে প্রশ্ন করি উপরের কথাগুলা কিন্ত সাবমিট করার সময় এইটা উঠে লেখা You can not ask more than 4 questions per month তাই আর করতে পারিনাই বিধায় আমার এই আইডি দিয়ে প্রশ্নটা করলাম এতে কোন সমস্যা তো নাই❓

1 Answer

0 votes
by (582,030 points)
بسم الله الرحمن الرحيم

ওয়াসওয়াসা হল এমন এক মানসিক রোগ যা একজন মুসলিমকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে মনে আসা  কুমন্ত্রনার ফাঁদ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন কম নয়।  কিন্তু এই রোগ সম্পর্কে ধারনা বা ইলমে জ্ঞান না থাকার ফলে একজন সাধারন ব্যক্তি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত করতে পারে। কারণ শুরুতেই যদি এর চিকিৎসা না করা হয়, তাহলে এটি বাড়তে থাকে।

আমরা আমাদের বিগত সহস্রাধিক প্রশ্ন রিসার্চ করে দেখেছি যে ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন মাসলা মাসায়েল বা ফতোয়ার প্রশ্নের উত্তর ঘাটাঘাটি করে আরও বেশি ওয়াসওয়াসাতে আক্রান্ত হয়ে যায়। এবং প্রশ্নের উত্তর হল একজন ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের রোগ বৃদ্ধির খোরাক। এবং একটা প্রশ্ন উত্তর পাওয়ার পর একজন ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি ক্রমাগত একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেচিয়ে শতাধিকবার করতে থাকেন।  যেটা উনাকে বরং ক্রমাগত অধিকতরও খারাপের দিকে নিয়ে যেতে থাকে। 

বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিচের দেওয়া বাধ্যতামূলক সুস্থ হওয়ার কোর্সটি কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে না । 

এবং আমরা আশা করছি এবং আল্লাহর উপরে ভরসা রেখে বলছি যারা নিচের এই কোর্সটি করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। 

আর কোর্সের ভিতরে একটা অংশে আমাদের মুফতি সাহেবদের সাথে সরাসরি জুম মিটিংয়ের মাধ্যমে প্রশ্ন-উত্তরের ব্যবস্থা থাকবে। 

আল্লাহ আমাদের সমস্ত শারীরিক ও মানসিক রোগ থেকে হেফাজত করুন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 182 views
0 votes
1 answer 147 views
...