অনেক আগেই আমি আমার এই প্রশ্ন গুলা করি আমার ভুল বিবাহ নিয়ে এইযে লিংক,(
https://ifatwa.info/100137/)
(
https://ifatwa.info/105697/) আমি আগেই প্রশ্ন গুলা দুইটাই সেম প্রশ্ন শুধু সন্দেহ থেকে দুইবার করসি কোন কথা বা বাক্য প্রথম টাই বলিনাই তাই জিজ্ঞাসা করসি ২য় বার ও যাইহোক আমি মুল কথাহ আসি আমার আগের এই ভুল বিবাহ নিয়ে কিছুটা সন্দেহ চিন্তা হচ্চে তাই হুজুর আমার মধ্যে এখন যেই চিন্তা বা সন্দেহ আসতাছে আমি তা নিয়ে জিজ্ঞাসা করি আর আগের প্রশ্ন গুলাই এইটা বলিনাই আমার ভুল বিবাহটা whatsapp audio তে হয় মানে ধরে নিতে পারেন ফোন এর কোন অ্যাপ এর মাধ্যমে অডিও কল এ হয় সবাই যুক্ত হয়ে। তো আমি আমার এখন এর প্রশ্নে আশি :
কোন ব্যক্তি মোবাইলে বিবাহ করে whatsapp audio কল এ মেয়ে তার বাসায় রুম এ বা সহজ বাসায় একলা সাথে কেউ নাই ছেলে ও তার বাসায় রুমে একলা কেউ নাই সাথে কিন্ত সাক্ষীরা একসাথে তাদের বাসায় সেম মজলিসে বা জায়গায় তো ছেলে তো বল্লামি তার বাসায় মেয়ে ও তার বাসায় এবং ছেলে বা মেয়ের পক্ষ থেকে কোন উকিল বা প্রতিনিধি ও সাক্ষীরা যেইখানে ওইখানে ছিলো না এবং তারা সবাই audio কল এ যুক্ত হয় যেমন অনেক জন কল এ যুক্ত হলে আমরা conference কল ও বলতে পারি জানেনি তো সবাই কল এ যুক্ত হয় ছেলে বিবাহের বাংলা খুতবা পড়ে এর পরে প্রস্তাব দেই মেয়ে ও কবুল বলে তো এই বিবাহ কি হয়েছে ❓
এবং সবাই কিন্ত সবাইকে চিনে মানে পরিচিত আগের প্রশ্ন গুলাই ও তা উল্লেখ আছে।
আরো বলে রাখি আমি গতকাল্কে রাতে ২জন সাক্ষীর মধ্যে একজনকে (সাক্ষীকে) জিজ্ঞাসা করি মেসেঞ্জার এ মেসেজ করে যে যখন বা যেইদিন বিবাহ টা হয় তখন তুই তোর বাসায় আর তানজিদ (অপর সাক্ষীর নাম) তো তার বাসায় ছিলো এর পরে আমি মেসেজে সেন্ড করার কিছুখন বা কিছু সময় পরে মেসেজ delete বা unsend করে দি ভাব্লাম আপ্নাদের কাছে বা মুসলিম বাংলায় জিজ্ঞাসা করে জেনে নিলেই সমাধান পাবো এই সন্দেহ আর চিন্তার মুসলিম বাংলা ও করি কিছুখন আগে কিন্ত হুজুর ভালো ভাবে বুজতে পারে নাই তাই হুজুর এইখানে আমি যেমন পারসি বুজাউয়া লেখার চেষ্টা করসি। এবং গতকালকে ও ছোট করে প্রশ্ন করি তাও মনে চিন্তা গুরপাক হচ্চে তাই বিস্তারিত বললাম যেমন পারসি বলার।