ওয়া আলাইকুমুস-সালাম ওয়া
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
بسم
الله الرحمن الرحيم
জবাবঃ-
https://ifatwa.info/24777/ নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে, শরীয়তের বিধান হলো অন্যায় কাজ,গুনাহের কাজ যেমন নিজে করা জায়েজ নেই।জেনে শুনে এমন কাজে অন্যকে
সহযোগিতা করাও জায়েজ নেই।
মহান আল্লাহ
তায়ালা ইরশাদ করেনঃ
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ
ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ
اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও
খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো
না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ
হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে।
{সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
প্রিয় দ্বীনি
ভাই! যদি আপনি প্রবলভাবে বা নিশ্চতভাবে জেনে শুনে কাউকে এমন ক্ষেত্রে সাহায্য করেন
যে,
তা সে গুনাহের কাজে ব্যবহার করবে, তাহলে সে তো গুনাহগার হবেই। সাথে সাথে আপনিও উক্ত গুনাহের অংশিদার
হবেন তাকে সাহায্য করার কারণে।বিধায় সতর্কতা অবলম্বন করতঃ উক্ত ব্যক্তিকে এমন সন্দেহ
জনক কাজে সহযোগিতা করা থেকে বিরত থাকায় উত্তম।
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জেনে শুনে
মিথ্যা ডকুমেন্ট দিয়ে ডিজাইন করা থেকে বিরত থাকতে হবে।
অন্যথায় এটি গুনাহের কাজে সহযোগতা করার নামান্তর।