জাযাকাল্লাহ খইর শাইখ, আপনার উত্তরে আমি খুবই উপকৃত হয়েছি।
তবে একটি অংশের উত্তর এখনও ঠিক বুঝতে পারি নাই।।।
★আমাদের ২ পক্ষের কারোর পিতা-মাতা যদি এই বিষয়ে অবগত না হয়, তবে কি এই অপেক্ষা হালাল হবে? (আশা করা যায়, বিয়ের সময় হলে তাদেরকে যখন জানানো হবে, তারা রাজি হবেন।)
★শাইখ, মনের যিনা বলতে কি বুঝায়? আর তার সাথে আমার যোগাযোগের সুযোগ আছে (সোশাল মিডিয়া), তবে আমি যদি যোগাযোগ না করি, এটা হালাল হবে?