জাযাকাল্লাহ খইর শাইখ,
হারামে জড়িত হওয়ার সম্ভাবনা বলতে ঠিক বুঝি নাই,
যদি তার সাথে আমি খুব দরকার ছাড়া যোগাযোগ না করি, তাহলে কি সমস্যা হবে? যেমন, তার আর আমার বর্তমান অবস্থা (অর্থাৎ, আমরা বিয়ের জন্য প্রস্তুত কিনা) এটা জানার জন্য অথবা কোনো প্রকার দ্বিনি কথা বলার জন্য যদি কথা বলি, তাহলে কি কোনো সমস্যা হবে?