আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারকাতুহ।
আমার ইস্তেহাজার সমস্যা রয়েছে।প্রত্যেক মাসে হায়েযের দিন ছাড়াও আমার এমনিতেও ব্লেডিং হয়।২-৩ দিন সুস্থ থাকলে এর পরে আবার ব্লেডিং হয়।আমি ১৫ দিন পর পর গণনা করে হায়েযের দিন গুলো নির্ধারণ করি।এখন এই মাসে ১৫ দিন পার হয়ে যাওয়ার পর আমি গণনা করে দেখি আমার হায়েযের দিন আরো আগেই শুরু হয়েছিল।গত মাসের ৩০/১২/২০২৪ তারিখ থেকে আমার হায়েযের দিন ধরার কথা ছিল।কিন্তু আমি হায়েযের দিন গণনা করেছি ২/১/২০২৫ তারিখে।এর মধ্যে ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী এই ৩ দিনের মধ্যে আমি বেশির ভাগ সময় সুস্থই ছিলাম।তবে এই ৩দিনে আমি ২-৩ বার কয়েক সেকেন্ডের জন্য খুবি সামান্য পরিমাণে রক্তস্রাব দেখেছিলাম।১বার সিউর রক্তস্রাব দেখেছি।বাকি ২ বার নাকি একবার দেখেছি নাকি একবারও দেখিনি সেটা একদম সিউর বলতে পারছিনা।কিন্তু যে একবার একদম সিউর রক্তস্রাব দেখেছি তখন আমি ভেবেছি ১৫ দিন হয়তো শেষ হয়নি,তাই এটা ইস্তেহাজা হবে এই ভেবে আর ১৫ দিন হিসেব করে দেখিনি।কিন্তু এরপর থেকে আমি একদম সুস্থ ছিলাম।পরে ২/০১/২০২৫ তারিখে যখন বেশি পরিমাণে রক্তস্রাব দেখি তখন হিসেব করে দেখি যে ১৫ দিন তো ৩০/১২/২০২৪ তারিখ থেকে গণনা করার কথা ছিল।এখন আমার প্রশ্ন হলো- আমি যদি সিউর জানতাম যে ৩০/১২/২০২৪ তারিখ থেকে ১/০১/২০২৪ তারিখ পর্যন্ত এই ৩দিনে আমার যে কয়েকবার রক্তস্রাব বের হয়েছে সেটা প্রথম কখন বের হয়েছে, তাহলে আমি সেই সময় থেকে হায়েযের দিন নির্ধারণ করতে পারতাম।কিন্তু আমার তো সেই রক্তস্রাব বের হওয়ার সময়টা মনে নেই।আমার তো ১৫ দিন পার হয়ে যাওয়ার পর ২/০১/২০২৫ তারিখ যে রক্তস্রাব বের হয়েছে সেই সময়টা মনে আছে।এখন আমি কি করে বুঝবো আমার হায়েয কবে থেকে শুরু হয়েছে এবং আমার হায়েযের আজকে কয়দিন চলতেছে???
(বি.দ্র: ২/০১/২০২৫ তারিখ থেকে এখন পর্যন্ত আমার রক্তস্রাব একবারও বন্ধ হয়নি।এবং সেটা একদম সাধারণ হায়েযের রক্তস্রাবের মতই বের হচ্ছে।এই অবস্থায় নামায নিয়ে খুব চিন্তায় আছি।হায়েযের দিন সিউর বলতে না পারায় নামায পড়বো নাকি পড়বোনা সেটা বুঝতে পারছিনা।)