ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال : " العين حق ولو كان شيء سابق القدر لسبقته العين ، وإذا استغسلتم فاغسلوا "
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ভাগ্যকে কোন জিনিস অতিক্রম করতে সমর্থ হলে কু-দৃষ্টিই তা অতিক্রম করতে পারত। যদি এ প্রসঙ্গে কেউ তোমাদেরকে গোসল করাতে চায় তাহলে তোমরা তাতে সম্মত হও।(মুসলিম-২১৮৮)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2628
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কেউ যদি কোনো ভালো কিছু দেখে প্রশংসা করে এবং নিজে থেকে মাশা-আল্লাহ বা বারাকাল্লাহ কোনো কিছুই না বলে, তাহলে যে বদ নজর লাগবে, এমন কোনো বিষয় নেই। বরং বদ নজর লাগতেও পারে আবার নাও লাগতে পারে।
(২) কাউকে দেখতে সুন্দর লাগলে মাশা-আল্লাহ সুন্দর বা বারাকাল্লাহ সুন্দর। এভাবে বলা সুন্দর ও প্রশংসণীয়। তবে এই বলা বা না বলার সাথে বদ নজরের কোনো সম্পর্ক নাই।
(৩) সম্ভাব্য বদ নজর থেকে বাচতে সকাল সন্ধ্যা ও দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের পর সূরা নাস ও সূরা ফালাক পড়ে নিতে হবে।
এবং নিম্নোক্ত দু'আকে সকাল সন্ধ্যা পড়ে নিতে হবে।
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ،