আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১) কারো হাসব্যান্ড যদি অফিস দেশে বাসায় সন্ধ্যায় যখনি ফিরে ( ৭/৮/৯ টা বাজে ) এরপর থেকে রাত ১ টা বা দেড় দুইটা পর্যন্ত যতক্ষণ ই সজাগ থাকে সবটুকু সময়ই বাবা মা বোন এর সাথে খোশগল্প করে কাটায়। তাহলে কি স্ত্রী সন্তানের হক সম্পূর্ণ ভাবে নষ্ট হচ্ছে না?? যদিও স্ত্রী ও সন্তানকেও ওই রুমে ডাকে, বসতে বলে। কিন্তু সবটুকু সময় এভাবে বাবা মায়ের রুমে যেতে স্ত্রীর অনিচ্ছা হয়। গেলেও মিনিট পাঁচেক বসে। কিন্তু, হাসব্যান্ড বিশেষ করে মা বোনের সাথেই সবটুকু সময় কাটায়।
এক্ষেত্রে স্ত্রীর মনোকষ্ট হয়। করণীয় কি? ওই স্বামী কি গুনাহের কাজ করছেন না??
২) মা বোনের সাথে কাটানো সবটুকু সময়ই দেখা যায় মায়ের সাথে একদম একই বালিশে বা একদম লাগুয়া হয়ে শুয়ে থাকে। এইটা কি শারিয়ার দৃষ্টিকোণ থেকে ঠিক হচ্ছে? জায়েজ হচ্ছে?? মাহরাম হলেও কি এক্ষেত্রে পর্দার খেলাপ হচ্ছে না? একসাথে শুয়ে থাকতে??