ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো প্রাণীর ছবিতে যদি এমনভাবে আর্ট করা হয় যে, দেখার পর আর প্রাণীর ছবি বুঝা যায় না, তাহলে সেই অঙ্কনকাজ হারাম থেকে বাহির হয়ে যাবে। কিন্তু যদি দেখার পর সেটাকে প্রাণীর ছবিই মনে হয় বা সেটা প্রাণীর দিকে ইঙ্গিত দেয়, তাহলে সেটা হারামই থাকবে।
কিন্তু যদি সমস্ত চেহারাকে মিটিয়ে দেয়া হয় অথবা মাথাকে কর্তন করে দেয়া হয় কিংবা মাথা এবং শরীরের মধ্যে কর্তন রেখা এটে দেয়া হয়, তাহলে যেহেতু এটা দ্বারা বাস্তবিক কোনো ছবি বুঝা যাবে না বা সেটা কোনো ছবির দিকে ইঙ্গিত করবে না, তাই অবশ্যই সেটার রুখসত থাকবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/92238
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) দ্বীনি প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে প্রচার প্রসারের জন্য প্রাকৃতিক দৃশ্য বা কর্তিত মাথার রয়েছে, এমন দৃশ্য প্রচার প্রসার করা যাবে।
(২) দ্বীনি প্রোগ্রামগুলোর প্রচারের জন্য লাইভ ভিডিও করা যাবে। রেকর্ড ভিডিও নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে। বর্তমান সময়ে অনুমোদন হওয়াটাই সময়োপযোগী বলে মনে হচ্ছে।
(৩) ডদি নিজের সম্মতি না থাকে, এবং প্রোগ্রামে উপস্থিত হলে অন্য ভাইরা ছবি তুলে তা প্রচার করে, তাহলে এতেকরে আপনার কোনো গোনাহ হবে না।