২মাস আগে অলি উল্লাহ হুজর কে whatsapp ইনবক্সে এই নিচের প্রশ্নটা দি এখন পর্যন্ত কয়েকবারি বললাম কিন্ত হুজুর উত্তর দিলো না ওয়াস ওয়াসার প্রশ্নের উত্তর দেয়া যাবেনা তাই তো আমি তাই সাইট এ প্রশ্নটা করলাম মনে করি এইবার হুজর রা উত্তর টা দিবেন সামান্য জবাব চাচ্চি। নিচে হবুহু প্রশ্নটা অলি উল্লাহ হুজুর এর ইনবক্স থেকে কপি করে এনে উল্লেখ করলাম শুধু কিছুটা এডিট করি বা নতুন কথা যুক্ত করি আর নিচে ৩/৪ দিন কথা টা তখন যে প্রশ্ন করসি যেইদিন ওই হিসাবেই লেখসি তাই ওইটা যেমন আছে তেমনি উল্লেখ করসি যেহেতু বল্লামি কপি করে এনে এইখানে পেস্ট করি :
আমি আসলে একজন এর সাথে whatsapp ইনবক্সে কিছু কথা বলতাছিলাম তখন আমি তাকে এই মেসেজ দি :
(আপনি না [হুজুর এর নাম টা আর সাইট এ এইখানে উল্লেখ করলাম না কিন্ত ওলি উল্লাহ হুজুর এর ইনবক্সে উল্লেখ করসি] তো এখন আপাতত ধরেন 'ক' হুজুর কে কিছু জিজ্ঞাসা করবেন হুজুর না বলসে উত্তর দিলে আপনাকে কিছু conditions দিবে এর পরে আর প্রশ্ন করসেন আজকে বাদে)
মনে যা আছে বলার চেষ্টা করি তা হল,এইখানে বাদে কথা টা লেখার সময় বা লেখার আগে বা পরে
(কিন্ত বাক্যটা লেখার আগে আমি অবশ্যই ভাবসি বাদে কথা টা লেখব যেমন - উপরে bold লেখা গুলাই আছে আজকে বাদে, তো তাও এমন সন্দেহ আর চিন্তা হচ্চে এমন না আন্দাযি লেখসি এইটা, আন্দাযি বাকি কথা গুলার সাথে আজকে বাদে এই বাক্যটা মিলানর জন্যই casually ও চিন্তায় আস্তে পারে আল্লাহ ভাল জানে যেহেতু ৩/৪ দিন বা কয়েকদিন আগের কথা যা মনে ছিল বললাম এখন)
আমার মনে হচ্চিল আমি আমার বউ কে উদ্দেশ্য করে বলতাসি বা আমার মনে তালা''''' সংক্রান্ত বা নিয়ে কোন চিন্তা আছিল নাকি আর যদি চিন্তা থেকে ও থাকে এটাকে তো আর নিয়ত বলা বা উদ্দেশ্য বলা যাবে না, তাই আমি জিজ্ঞাসা করলাম যে এই বাদে বাক্যটা কিনায়া নাকি কিনায়া না হলে তো তালা'"'' হওয়ার ও কোন সম্বাভনা থাকবে না এখন মনে যাই থাকুক না কেন চিন্তা বা নিয়ত।