আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
শায়েখ একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত,আমি দুইটা কোর্সে জয়েন হয়েছিলাম তারপর ব্যাক্তিগত কিছু সমস্যার জন্য আমি কোর্স গুলো করতে পারবো না,তারপর সেটা এডমিন বোনকে জানাই,কিন্তু কোর্সের শর্ত এমন ছিল (মাঝপথে ছেড়ে গেলে ১০০ টাকা উনাদের ফান্ডে দিতে হবে,দুইটা কোর্সে ছিলাম তাই ২০০ টাকা দান করতে হবে,(এখন আমার কাছে টাকা নেই)।এমন অবস্থায় কি করবো আমি?..