আসসালামু আলাইকুম।শুনেছি স্বপ্ন নিয়ে যা ব্যাখ্যা করে তাই নাকি হয়ে যায়,এখন নিজের মনে যদি একেকটা স্বপ্ন নিয়ে ব্যাখ্যা আসে এবং সেটা যদি কন্ট্রোল না করা যায় তা কি হয়ে যাবে?
আমি একটা স্বপ্ন দেখলে বা কারও কাছ থেকে শুনলে মনে মনে অনেক ব্যাখ্যা আসে বা একই ব্যাখ্যা বারবার আসতে থাকে।আমার এই সকল মনে আসা ব্যাখ্যাগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারিনা আমি না ভাবলেও হঠাৎ ই মাথায় এসে পড়ে মাঝেমধ্যে ভয়ও হয়।এখন আমি তো স্বপ্নের ব্যাখ্যা বিশারদও নই কোন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে তাও জানি না।আমার ব্যাখ্যা কি কোনো প্রভাব ফেলবে,যদি না সেটা মুখ দিয়ে বলি?