السلام عليكم ورحمة الله وبركاته
সম্মানিত উস্তাজ
আমি অনেকদিন গ্যাপে গ্যাপে মাঝে মাঝে বিয়ে নিয়ে স্বপ্ন দেখি। কিন্তু এবার আমি স্বপ্নে দেখি হুট করে আমার পরিবারের সবাই বলছে আমার বিয়ে, ছেলেকে ভাই পছন্দ করেছে, আর আমি ছেলে বা পরিবার সম্পর্কে কিছু জানিনা, এমনকি আমি ছেলের নামও জানিনা। দেখিওনি। ভাইকে জিজ্ঞেস করলে সে সহ বাড়ির সবাই বলছে ছেলে খুবই ভালো। পরে আমি পড়াশোনার বিষয়ে জিজ্ঞেস করলে বলছে আমার মতো অনলাইনে পড়াশোনা করে।
(আমি জেনারেল ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং অনলাইনে দ্বীনের বিষয়ে পড়াশোনা করছি সাধ্যমত। একটা ছেলের প্রপোজাল আগে আসলে আমি আমার মাকে দ্বীনের পড়াশোনার হালত জিজ্ঞেস করলে সে এ বিষয়ে তখন গুরুত্ব দেয়নি, তারপর থেকে আমি মাঝে মাঝে এ বিষয়ে আল্লাহর কাছে দোয়া করতাম যে ভবিষ্যৎ এ যেনো ছেলে দ্বীনের পড়াশোনায় যুক্ত থাকে কমবেশি,, ইলম অর্জনের পথে যাতে থাকে ইন শা আল্লাহ।)
এর পরে আমি দেখি আমি আল্লাহর ওপর ভরসা করে বিয়ে করছি। আমার বান্ধবীরা কেউ জানেনা, আমি আগেরদিন রাতে তাদের একজনকে জানাচ্ছি। আর আমার আত্মীয় ফুপি আমায় সাজিয়ে দিচ্ছে এবং পর্দার সহিত আছি আমি। পরে দেখলাম মসজিদে ছেলে আর তার থেকে দেখা যায় এমন দূরের বাড়িতে আমি। পর্দার সাথে বিয়ে হচ্ছে। পরে আমার কাছে জানতে চাওয়া হয় আমি রাজি কিনা এবং মিষ্টি জাতীয় কিছু খেতে দেয় এবং আমি তা খাই এবং এর মাধ্যমে বিয়ে হয়ে যায়। মসজিদে সবাই শুভেচ্ছা জানাচ্ছিলো ছেলেকে। পাশাপাশি আমি অনেক ভয়ে ছিলাম যেহেতু তাদের সম্পর্কে কিছু জানিনা। পরে দেখি ছেলেকে দেখার পর আমার ভীষণ পছন্দ হয়। পরে ছেলে আর তার মায়ের সাথে আমি শশুড়বাড়ি যাচ্ছি। এমনকি সপ্নে আমি দেখি ছেলের বাড়ি উত্তরা, বাড়ির সামনের নাম্বারও দেখি কিছুটা,,৩ ও ১০ ছিলো নাম্বার প্লেটে, কিন্তু কি লিখা ছিলো খেয়াল নেই। (উত্তরাতে আমাদের আত্মীয় কেউ নেই,আমি শুধু একবার রুকিয়াহ সেশনে উত্তরা গিয়েছিলাম এবং সেখানে আমার এক বান্ধবী থাকে কিন্তু তার সাথে এই নাম্বারের মিল নেই) আর আমি সেখানে তাদের সাথে গিয়ে থামি আর ভাবি বাড়িটা সুন্দর কিন্তু আমি তো শহরের দিকে বিয়ে করতে চাইনি আল্লাহ আমায় এখানে দিলেন,,,এ পর্যায়ে আমি কনফিউজড ছিলাম,,,আর তখনই ঘুম ভেঙে গেলো।
(আমার ইচ্ছে গ্রামের দিকে বিয়ে করা তবে আল্লাহ আমার জন্য যেখানে কল্যাণকর মনে করবেন সেখানেই আমি খুশি থাকবো, কারণ আমি জানিনা শহরের মেয়ে হিসেবে গ্রামে গিয়ে মানিয়ে নিতে পারবো কিনা)
বেয়াদবি ক্ষমা করবেন উস্তাজ। আমি বুঝতে পারছিনা এই স্বপ্নটা কি এমনিই সাধারণ স্বপ্ন নাকি কোনো ব্যখ্যা আছে এর?
এই স্বপ্ন দেখা শুরু করার আগে আমার ঘুম ভেঙে যায় অন্য একটি স্বপ্ন দেখে, আমি দেখি একটি পাত্রে একটা পোকা আর কিছুক্ষণ পর পোকাটা না দেখে আমি আশেপাশে তাকাই আর আমি না দেখে তা পাড়া দিয়ে দেই আর চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায়। তারপর ঘুমালে ওই স্বপ্ন দেখি।আর, গতকালের ঘুমও গভীর ছিলো না সেরকম, বার বার আশেপাশের শব্দে ভেঙে যাচ্ছিলো।
সম্মানিত উস্তাজ, অনুগ্রহ করে উত্তর জানালো উপকৃত হবো উস্তাজ, ইন শা আল্লাহ।
جزاك الله خيراً في الدنيا و الآخرة