ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত উকবাহ ইবনে আমের রাযি থেকে বর্ণিত,
عن عقبة بن عامر: أن رسول الله صلى الله عليه وسلم قال: «إياكم والدخول على النساء» فقال رجل من الأنصار: يا رسول الله، أفرأيت الحمو؟ قال: «الحمو الموت»
রাসূলুল্লাহ সাঃ বলেন,তোমরা গায়রে মহিলাদের ঘরে প্রবেশ থেকে বেঁচে থাকো।একজন আনসারি সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাঃ! দেবরের সম্পর্কে আপনি কি মনে করেন/কি হুকুম?
রাসূলুল্লাহ সাঃ বললেন,দেবর হল,মৃত্যু।(সহীহ বোখারী-৫২৩২) এখানে দেবর বলা হলেও নিকটাত্মীয় গায়রে মাহরাম সকল প্রকার আত্মীয় উদ্দেশ্য।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অন্যান্যদের মত ছেলে বউকেও পর্দা করতে হবে। শশুড়বাড়ীর লোকদের দায়িত্ব ও কর্তব্য হবে ছেলে বউকে সকল প্রকার সাহায্য ও সহযোগিতা করা। নতুবা তারা দাউয়ুস হিসেবে সাব্যস্ত হবে।