আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
66 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
closed by
আসসালামু আলাইকুম।
শ্বশুর বাড়ির সবাই পর্দা করে, তাই ছেলের বউ বাদে বাড়ির বাকি মহিলাদের সবাইকে নিরাপদ জায়গায় রেখে তারপর বাড়ির মধ্যে গয়রে মাহরাম নিয়ে আসে।

ছেলের বউও পরিপূর্ণ পর্দা করে।কিন্তু তারা এটার বেলায় ছেলের বউকে সাহায্য করেনা।সবসময় তারা (শ্বশুর, দেবররা এমন করে স্বামী না। স্বামী বাড়িতে থাকলে সবসময় খেয়াল রাখে স্ত্রীর পর্দার বিষয়ে) বাড়ির মধ্যে গয়রে মাহরাম নিয়ে আসে এতে ছেলের বউ না জানার কারনে গয়রে মাহরামের মুখোমুখি হয়ে যায়। কখনোওবা আল্লাহর অসীম অনুগ্রহে পর্দা নষ্ট হওয়া থেকে বেঁচে যায়।

তো আমার প্রশ্ন হলো,এই যে একটা মেয়ের পর্দা নষ্ট হওয়ার জন্য যারা দ্বায়ী তাদের কি কোনো গুনাহ হবেনা? এটা কি জুলুমের মাঝে পড়ে? আর গুনাহ হলেও আখিরাতে এদের শাস্তি কি?
আর এদের মতো মানুষদেরও কি ক্ষমা করে দেয়া উচিত?

পর্দা নষ্ট হলে খুব কষ্ট লাগে,খুব বদদুআ দিতে ইচ্ছা করে কিন্তু তারপরেও বদদুআ দেয়া হয়না।শুধু আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে বলা হয়,আল্লাহ যেনো ছাড় না দেয়।এদের হিদায়াতের জন্যও দুআ করা হয়।

(উল্লেখ্য তারা তথাকথিত আলিম পরিবার।তারপরেও অন্যান্য সব বিষয়ের সাথে সাথে পর্দার বিষয়ে তারা এমন জঘন্য কাজ করে। আর তারা ছেলের সামনে কখনও এমন করেনা।তার অগোচরে এমন করে। আর স্ত্রীর কথা অনুযায়ী তাদের সাথে কিছু নিয়ে কথা বললে তারা স্বীকার করেনা বরং উল্টা এটা বলে যে, স্ত্রী নাকি তাদের ছেলেকে কান পড়া দেয়,সংসারে অশান্তি করে।তাই ছেলেও তাদের আর এগুলো নিয়ে বলেনা কিছুই। আর তাদের বুঝানোরওতো এখানে কিছু নেই।তারা যদি এইসব বিষয়ে অজ্ঞ হতো তাহলে বুঝানো যেতো।তারপরেও ছেলে তাদের অন্যভাবে বুঝানোর চেষ্টা করে কিন্তু তারা ছেলের বউয়ের সাথে অন্যসব অন্যায়ের সাথে সাথে এই পর্দা নিয়েও অন্যায় করছে)।
closed

1 Answer

+1 vote
by (606,750 points)
selected by
 
Best answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত উকবাহ ইবনে আমের রাযি থেকে বর্ণিত,
عن عقبة بن عامر: أن رسول الله صلى الله عليه وسلم قال: «إياكم والدخول على النساء» فقال رجل من الأنصار: يا رسول الله، أفرأيت الحمو؟ قال: «الحمو الموت»
রাসূলুল্লাহ সাঃ বলেন,তোমরা গায়রে মহিলাদের ঘরে প্রবেশ থেকে বেঁচে থাকো।একজন আনসারি সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাঃ! দেবরের সম্পর্কে আপনি কি মনে করেন/কি হুকুম?
রাসূলুল্লাহ সাঃ বললেন,দেবর হল,মৃত্যু।(সহীহ বোখারী-৫২৩২) এখানে দেবর বলা হলেও নিকটাত্মীয় গায়রে মাহরাম সকল প্রকার আত্মীয় উদ্দেশ্য।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অন্যান্যদের মত ছেলে বউকেও পর্দা করতে হবে। শশুড়বাড়ীর লোকদের দায়িত্ব ও কর্তব্য হবে ছেলে বউকে সকল প্রকার সাহায্য ও সহযোগিতা করা। নতুবা তারা দাউয়ুস হিসেবে সাব্যস্ত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...